উপজেলা নির্বাচন: ভাতিজা বৌয়ের প্রতিদ্বন্দ্বী ফুফু শাশুড়ি

| আপডেট :  ২৩ এপ্রিল ২০২৪, ০১:০৫  | প্রকাশিত :  ২৩ এপ্রিল ২০২৪, ০১:০৫


উপজেলা নির্বাচন: ভাতিজা বৌয়ের প্রতিদ্বন্দ্বী ফুফু শাশুড়ি

সারাদেশ

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি


আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সুনামগঞ্জের ধর্মপাশায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভাতিজা বৌ রেশমার চ্যালেঞ্জের মুখে পড়েছেন আপন ফুফু শাশুড়ি ইয়াছমিন।

মনোনয়ন দাখিল করে একে অপরের প্রতি প্রতিদ্বন্দ্বিতার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন ইয়াছমিন ও রেশমা। ইয়াছমিন পাইকুরাটি ইউনিয়নের বৌলাম গ্রামের মৃত মনোয়ার আলীর মেয়ে এবং রেশমা মৃত মনোয়ার আলীর  ২য়পুত্র  মৃত এরশাদুল হক ওরফে আঙ্গুর মিয়ার ছেলে সাবেক ইউপি সদস্য আল আমিনের স্ত্রী।

জানা গেছে ইয়াছমিন নবগঠিত মধ্যনগর উপজেলার বংশিকুন্ডা উত্তর ইউনিয়নের কালাগড় গ্রামের প্রবাসী আব্দুল রাজ্জাকের স্ত্রী।

অর্থাৎ সবকিছু ঠিকঠাক থাকলে আপন ভাতিজা বৌ রেশমার সাথে ফুফু শাশুড়ি ইয়াছমিন  এবারের উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মুখোমুখি লড়তে যাচ্ছেন। কিন্তু ভাতিজা বৌ ও ফুফু শাশুড়ি পারিবারিকভাবে দা-কুড়াল সম্পর্ক।

রেশমার স্বামী আল-আমিন বলেন, আমার ফুফু আমার স্ত্রীর বিরুদ্ধে নির্বাচন করার জন্য উনার স্বামীর বাড়ি মধ্যনগর উপজেলার কালাগড় থেকে ভোটার স্থানান্তর করে নির্বাচনে প্রার্থী হয়েছেন।

ইয়াছমিন আক্তার বলেন, আমার ভাতিজা আমার মাকে মারধর করার কারণে মামলা মোকদ্দমা হয়েছিল তার বিরুদ্ধে। সেই জেদে আমার বিরুদ্ধে তার বৌকে দাঁড় করিয়ে দিয়েছে।

উল্লেখ্য ওই দুজন ছাড়াও এ উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে অনামিকা আক্তার, পিয়ারা আক্তার, মর্জিনা আক্তার মনোনয়ন দাখিল করেছেন।

বিবার্তা/শহীদুল/জবা

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত