উপজেলা পরিষদ নির্বাচন: কিশোরগঞ্জে ৩৬ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

| আপডেট :  ২৩ এপ্রিল ২০২৪, ০৪:৫০  | প্রকাশিত :  ২৩ এপ্রিল ২০২৪, ০৪:৫০


উপজেলা পরিষদ নির্বাচন: কিশোরগঞ্জে ৩৬ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

সারাদেশ

কিশোরগঞ্জ প্রতিনিধি


আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কিশোরগঞ্জ জেলার সদর, হোসেনপুর ও পাকুন্দিয়া উপজেলায় প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

২৩ এপ্রিল, মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এই তিন উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের ৩৬ জন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

কিশোরগঞ্জ সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। হোসেনপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। পাকুন্দিয়া উপজেলায় চেয়ারম্যান পদে ৫, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। এই তিন উপজেলায় আগামী ৮মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বিবার্তা/জবা

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত