এবার ইন্ট্রিগ্রেটেড সফটওয়্যারে ৫০ শতাংশ নতুন, ফরম পূরণ করবেন যেভাবে

| আপডেট :  ০৭ এপ্রিল ২০২২, ১০:৪০  | প্রকাশিত :  ০৭ এপ্রিল ২০২২, ১০:১৪

IPEMIS এ শুমারিতথ্য এন্ট্রির জন্য (ই-প্রাইমারি স্কুল সিস্টেম থেকে বিদ্যালয় ও শিক্ষক তথ্যের প্রায় ৫০% আপডেট হয়ে রয়েছে)-

১) ৩০ পৃষ্ঠার শুমারিতথ্য ফরম পূরণ করে নিতে হবে।
২) বিদ্যালয় তথ্য আপডেট করার জন্য নিম্নের ডকুমেন্টের মূলকপি স্কেন করে আপলোড করতে হবে-
ক) গেজেটের স্ক্যান কপি (প্রতিষ্ঠান জাতীয়করণের গ্যাজেট)
খ) ভবনের সামনের ছবি
গ) ভবনের বামের ছবি
ঘ) ভবনের ডানের ছবি

৩) শিক্ষকতথ্য আপডেট করার জন্য নিম্নের ডকুমেন্টের মূলকপি স্কেন করে আপলোড কররে হবে-
ক) শিক্ষকের ছবি
খ) শিক্ষকের নিয়োগের গেজেট/অর্ডারের কপি (নিয়োগপত্র)
গ) শিক্ষকের এনআইডির কপি
ঘ) শিক্ষকের স্বাক্ষরের কপি
ঙ) শিক্ষকের পিতার এনআইডির কপি
চ) শিক্ষকের মাতার এনআইডির কপি
ছ) শিক্ষকের স্বামী/স্ত্রীর এনআইডির কপি

জ) শিক্ষকের সন্তানদের জন্মনিবন্ধনের কপি
ঝ) শিক্ষকের শিক্ষাগত যোগ্যতার সকল সার্টিফিকেটের কপি
ঞ) শিক্ষকের পোষ্টিংয়ের গেজেটের স্ক্যান কপি

ট) শিক্ষকের সকল প্রশিক্ষণের সনদ কপি (যেসব প্রশিক্ষণের অপশন পোর্টলে আছে-ডি.পি.এড, সি.ইন.এড, বি.এড, এম.এড, বিষয় ভিত্তিক বাংলা, বিষয় ভিত্তিক ইংরেজি, বিষয় ভিত্তিক গণিত, বিষয় ভিত্তিক সমাজ, বিষয় ভিত্তিক বিজ্ঞান, বিদ্যালয় ব্যবস্থাপনা, প্রাক-প্রাথমিক, শারীরিক শিক্ষা, লিডারশীপ, একীভুত শিক্ষা, সাব-ক্লাস্টার, কারিকুলাম ডিসমিনেশন, ডিপ্লোমা ইন কম্পিউটার, কম্পিউটার কোর্স, বেসিক ইন সার্ভিস, আইসিটি ইন এডুকেশন, এম ডব্লিউ টি এল, সঙ্গীত, চারু ও কারু কলা, প্রশিক্ষণ বিহিন, বৈদেশিক দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ, বৈদেশিক স্বল্পমেয়াদী প্রশিক্ষণ)
শিক্ষক তথ্য আপডেটের জন্য নিম্নোল্লিখিত অনেক তথ্যই লাগবে যা ৩০ পৃষ্ঠার ফরমে নেই।
শিক্ষক তথ্য আপডেটে যা লাগছে-
শিক্ষকের মৌলিক তথ্য, যেমন-

নাম (বাংলা)
নাম (ইংরেজি)
জেন্ডার
জন্ম তারিখ
মোবাইল নম্বর
ইমেইল
বিদ্যালয়
পদবি

চাকরির অবস্থা
নিয়োগের ধরন
নিয়োগের কোটা
নিয়োগের গেজেট/অর্ডার নম্বর
নিয়োগের গেজেট/অর্ডারের তারিখ
নিয়োগের গেজেট/অর্ডারের কপি
পিন নম্বর
জাতীয়তা
আইডির ধরণ
এনআইডি নম্বর
এনআইডি কপি
ধর্ম

প্রতিবন্ধী?
বিশেষত্ব
ক্ষুদ্র নৃগোষ্ঠীগত কি?
রক্তের গ্রুপ
স্বাক্ষর
বর্তমান ঠিকানা
স্থায়ী ঠিকানা
পিতা-মাতার তথ্য, যেমন-
পিতার নাম (বাংলায়)
পিতার নাম (English)
পিতার জন্মতারিখ
পিতা কি মৃত?
পিতার আইডির ধরণ
পিতার এনআইডি নং
পিতার এনআইডি কপি
পিতার পেশা

পিতা কি প্রতিবন্ধী?
মাতার নাম (বাংলায়)
মাতার নাম (English)
মাতার জন্মতারিখ
মাতা কি মৃত?
মাতার আইডির ধরণ
মাতার এনআইডি নং
মাতার এনআইডি কপি
মাতার পেশা
মাতা কি প্রতিবন্ধী?
বৈবাহিক অবস্থার তথ্য, যেমন-
স্বামী/স্ত্রীর নাম (বাংলায়)
স্বামী/স্ত্রীর নাম (English)
স্বামী/স্ত্রীর জন্মতারিখ
স্বামী/স্ত্রীর কি মৃত?
স্বামী/স্ত্রীর আইডির ধরণ
স্বামী/স্ত্রীর এনআইডি নং

স্বামী/স্ত্রীর এনআইডি কপি
স্বামী/স্ত্রীর পেশা
স্বামী/স্ত্রীর কি প্রতিবন্ধী?
সন্তানের তথ্য, যেমন-
সন্তানের নাম (বাংলায়)
সন্তানের নাম (English)
সন্তানের জন্মতারিখ
সন্তানের কি মৃত?
সন্তানের আইডির ধরণ
সন্তানের জন্মনিবন্ধন নং
সন্তানের জন্মনিবন্ধনের কপি
সন্তানের পেশা
সন্তানের কি প্রতিবন্ধী?

শিক্ষাগত যোগ্যতার তথ্য
সার্টিফিকেট/ডিগ্রীর নাম
বিষয়
বোর্ড/বিশ্ববিদ্যালয়
পাশের সন
পাশের বিভাগ/গ্রেড
সার্টিফিকেটের কপি
এটি কি সর্বোচ্চ অর্জিত ডিগ্রি?
পোস্টিং এর ইতিহাস, যেমন-
পদবি

বিশেষত্ব
যোগদানের তারিখ
পোস্টিং এর ধরণ
প্লেসমেন্ট স্কুল
পোস্টিং এর গেজেট
গেজেট নম্বর
গেজেটের তারিখ
গেজেটের স্ক্যান কপি আপলোড করুন
এটিই বর্তমান পোস্টিং
প্রশিক্ষণের তথ্য, যেমন-
প্রশিক্ষণের নাম
প্রশিক্ষণের সনদ কপি
প্রশিক্ষণ শুরু হওয়ার তারিখ
প্রশিক্ষণ শেষ হওয়ার তারিখ

সম্পাদনায়: উজ্জ্বল প্রধান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত