কমলো সোনার দাম, ভ‌রিতে ৩১৩৮ টাকা

| আপডেট :  ২৩ এপ্রিল ২০২৪, ০৩:৪৫  | প্রকাশিত :  ২৩ এপ্রিল ২০২৪, ০৩:৪৫


কমলো সোনার দাম, ভ‌রিতে ৩১৩৮ টাকা

বিবার্তা প্রতিবেদক


দেশের বাজারে কমেছে সোনার দাম। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করে দিয়েছে জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভালো মানের সোনার দাম ভরিতে ৩ হাজার ১৩৮ টাকা কমানো হয়েছে।

২৩ এপ্রিল, মঙ্গলবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৩১৩৮ টাকা কমিয়ে ১ লাখ ১৯ হাজার ৪২৮ টাকা থেকে ১ লাখ ১৬ হাজার ২৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ বিকাল ৪টা থেকে এ দামে স্বর্ণ বিক্রি হবে।

বিবার্তা/লিমন

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত