করাচিতে মোবাইল পরিষেবা বন্ধ

| আপডেট :  ২৬ আগস্ট ২০২৪, ০৯:৩৮  | প্রকাশিত :  ২৬ আগস্ট ২০২৪, ০৯:৩৮


করাচিতে মোবাইল পরিষেবা বন্ধ

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক


পাকিস্তানের করাচিসহ সিন্ধ প্রদেশের বড় সব শহরে মোবাইল পরিষেবা বন্ধ ঘোষণা করা হয়েছে।

২৬ আগস্ট, সোমবার দেশটিতে ইমাম হুসেইন (রা.) এর চেহলাম উপলক্ষ্যে নিরাপত্তাজনিত কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার।

রবিবার (২৫ আগস্ট) সিন্ধ প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল হাসান বলেন, করাচি, হায়দ্রাবাদ, লারখানা, সুক্কুর ও খাইরপুরে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে মোবাইল পরিষেবা বন্ধ থাকবে। নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে থাকবে।

পাকিস্তান টেলিকমিউনিকেশন কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ভয়েস ও ডাটা সার্ভিস স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বন্ধ থাকবে।

দুইদিন আগে প্রাদেশিক সরকার এই দিন উপলক্ষ্যে সব স্কুলে ছুটি ঘোষণা করে। এই সময়ে মোটরসাইকেলে চালক ছাড়া কেউ থাকতে পারবে না বলেও জানানো হয়েছে।

বিবার্তা/এমজে

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত