কর্ণফুলীতে ওজনে কারচুপি, দুই মাংস বিক্রেতাকে জরিমানা

| আপডেট :  ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০২:২৭  | প্রকাশিত :  ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০২:২৭


কর্ণফুলীতে ওজনে কারচুপি, দুই মাংস বিক্রেতাকে জরিমানা

সারাদেশ

চট্টগ্রাম প্রতিনিধি


চট্টগ্রামের কর্ণফুলীতে মাংস বিক্রির সময় ওজনে কারচুপির অপরাধে দুই বিক্রেতাকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ম্যাজিস্ট্রেট।   

২০ ফেব্রুয়ারি, মঙ্গলবার দুপুরে চরপাথরঘাটার ব্রিজঘাট বাজারে এ অভিযানে নেতৃত্ব দেন ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী।

এতে সহায়তা দেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) চট্টগ্রাম  কার্যালয়ের সিএম শাখার ফিল্ড অফিসার ফারহানা জাহান পারুল, সিএমপি কর্ণফুলী থানার এএসআই সাইফুল আলম ও পুলিশ সদস্যরা।

এ সময় পুরাতন ব্রিজঘাট মাংস বিতরণ (মালিক আকবর ও শেখ আহমদ) ও বিশ্ব দরবার শরীফ মাংসের দোকান (মালিক শফি) কে ৪০ হাজার করে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী বলেন, মূল্য তালিকা না টাঙিয়ে মাংস বিক্রি ও ওজনে কারচুপি বন্ধের লক্ষ্যে আগামী দিনেও এ অভিযান আরও জোরদার করা হবে বলে।

বিবার্তা/জাহেদ/জবা

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত