কিছুক্ষণের মধ্যে পদত্যাগের প্রস্তুতি আউয়াল কমিশনের

| আপডেট :  ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৯  | প্রকাশিত :  ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৯


কিছুক্ষণের মধ্যে পদত্যাগের প্রস্তুতি আউয়াল কমিশনের

জাতীয়

বিবার্তা ডেস্ক


মাত্র আড়াই বছরেই বিদায় নেয়ার প্রস্তুতি নিয়েছে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় সংবাদ সম্মেলনে বক্তব্য দেয়া শুরু করেন কাজী হাবিবুল আউয়াল। সংবিধান অনুযায়ী পাঁচ বছরের জন্য দায়িত্ব নির্ধারণ করা ছিলো। সংবাদ সম্মেলন শেষে ইসি সদস্যরা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাবেন বলেও জানা গেছে।

২০২২ সালের ২৬ ফেব্রুয়ারি সিইসি হিসেবে নিয়োগ পান সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল। এছাড়া, ইসির সদস্য হিসেবে নিয়োগ পান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান, সাবেক জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, সাবেক সিনিয়র সচিব মো. আলমগীর ও সাবেক সিনিয়র সচিব আনিছুর রহমান।

বিবার্তা/এসএ

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত