কুবিতে একুশে বইমেলার আয়োজন

| আপডেট :  ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:০৭  | প্রকাশিত :  ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:০৭


কুবিতে একুশে বইমেলার আয়োজন

শিক্ষা

কুবি প্রতিনিধি


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রথমবারের মতো শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে তিন দিনব্যাপী বইমেলার আয়োজন করা হয়েছে। লোকপ্রশাসন অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং আল-রাফি লাইব্রেরির সৌজন্যে এই মেলার আয়োজন করা হয়।

২০, ২১ ও ২২ ফেব্রুয়ারি তিন দিন বিশ্ববিদ্যালয়ের কাঁঠাল চত্বরের পাশে বইমেলা উপলক্ষ্যে স্টলগুলো সাজানো হয়।

সরেজমিনে দেখা যায়, মোট দশটি স্টল। তারমধ্যে আটটি বইয়ের স্টল ও একটি স্টেশনারি।  রয়েছে একটি খাবারের দোকানও। স্টলগুলোর মধ্যে ছিল শিশু ও কিশোরদের বই, ইসলামিক বই, হুমায়ুন আহমেদ ও জাফর ইকবালের বই, বাংলা সাহিত্যের বই, ইংরেজি সাহিত্যের বই, বিসিএস ও চাকরি প্রস্তুতির বই এবং আইন বিষয়ক বই।

আল-রাফি লাইব্রেরির স্বত্বাধিকারী ও লোকপ্রশাসন বিভাগের ১৫ তম ব্যাচের শিক্ষার্থী আল আরাফাত আমিন রাফি বলেন, ‘পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসোসিয়েশনের ব্যানারে আল-রাফি লাইব্রেরি এই বইমেলার আয়োজন করেছে। ক্যাম্পাসের বইমেলায় আমি ব্যাপক সাড়া পেয়েছি। আমাদের ক্যাম্পাসে প্রথম বইমেলা হচ্ছে, সামনের বছর আরও বড় পরিসরে বইমেলা পরিকল্পনা আছে।’

বিবার্তা/প্রসেনজিত/জবা

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত