কুয়াকাটায় জেলের জালে ধরা পড়েছে ২ কেজির ইলিশ

| আপডেট :  ০৬ জানুয়ারি ২০২৪, ০৯:৩০  | প্রকাশিত :  ০৬ জানুয়ারি ২০২৪, ০৯:৩০


কুয়াকাটায় জেলের জালে ধরা পড়েছে ২ কেজির ইলিশ

সারাদেশ

পটুয়াখালী প্রতিনিধি


গভীর সমুদ্রে জেলেদের জালে এবার উঠে এলো এক কেজি ৯৪০ গ্রাম ওজনের একটি ইলিশ। বেল্লাল মাঝি নামের এক জেলের জালে অন্যান্য মাছের সাথে এটি ধরা পড়ে।

৬ জানুয়ারি, শনিবার দুপুরে ইলিশটি কুয়াকাটা মৎস্য বাজারে নিয়ে আসে ৬ হাজার ৬২৫ টাকায় কিনে নেয় মৎস্য ব্যবসায়ী মো. খলিলুর রহমান।

জেলে বেল্লাল মাঝি জানান, সে বৃহস্পতিবার লাক্কা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়ে জাল ফেলে। রবিবার জাল তুললে অন্যান্য মাছের সাথে একটি বড় সাইজের ইলিশ পাই। মৎস্য বাজারে ইলিশটি নিয়ে এলে তিনি ৬ হাজার ৬২৫ টাকায় বিক্রি করেন। মাছটির ভালো দাম পেয়ে এই জেলে খুব খুশি।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বড় ইলিশ মূলত জেলেদের জন্য সুখবর বয়ে আনে। গভীর সমুদ্রের জেলেদের পাশাপাশি উপকূলেরাও এখন বড় ইলিশ পাচ্ছে।

বিবার্তা/সউদ

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত