কুলাউড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন এমপি নাদেল

| আপডেট :  ২৮ এপ্রিল ২০২৪, ০২:১২  | প্রকাশিত :  ২৮ এপ্রিল ২০২৪, ০২:১২


কুলাউড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন এমপি নাদেল

সারাদেশ

কুলাউড়া প্রতিনিধি


কুলাউড়ায় ঝড়, তুফান ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন এমপি শফিউল আলম চৌধুরী নাদেল। স্মরণকালের ভয়াবহ দুর্যোগের কবলে শরীফপুর ইউনিয়ন।

শুক্রবার (২৬ এপ্রিল) রাতে আকস্মিক ভয়াবহ ঝড়, তুফান ও শিলাবৃষ্টিতে কুলাউড়ার সঞ্জরপুর, শরীফপুর, তেলিবিল, চানপুর, পূর্বভাগ, হরিপুর, খিদিরপুর, ইটারঘাট, চারিয়ার ঘাট গ্রামের শত শত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

অনেক বসতঘর মাটির সাথে মিশে যায়। অনেক স্কুল, মাদ্রাসা ক্ষতিগ্রস্ত হয়। আমতলা বাজার, বটতলা বাজার ও অন্যান্য বাজারের অসংখ্য দোকান ক্ষতিগ্রস্ত হয়। চাতলাপুর চা বাগানের সহস্রাধিক গাছ ভেঙ্গে পড়ে। শত শত একর বোরো ধান নষ্ট হয়।

অসংখ্য বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে যাওয়ায় ও বৈদ্যুতিক তার ছিড়ে যাওয়ায় এখনও এই এলাকাগুলো বিদ্যুৎ বিচ্ছিন্ন।

শনিবার (২৭ এপ্রিল) এসব দুর্গত এলাকা পরিদর্শন করেন মৌলভীবাজার দুই কুলাউড়া আসনের সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল।

শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এ সকল গ্রাম ঘুরে ঘুরে দেখে এবং দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় টিন ও নগদ অর্থ বরাদ্দের ব্যবস্থা গ্রহণ করেন তিনি।

বিবার্তা/সউদ

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত