কুষ্টিয়ায় দুই উপজেলাতে শান্তিপূর্ণ ভোট গ্রহণ শেষে চলছে গণনা

| আপডেট :  ০৮ মে ২০২৪, ০৬:১৪  | প্রকাশিত :  ০৮ মে ২০২৪, ০৬:১৪


কুষ্টিয়ায় দুই উপজেলাতে শান্তিপূর্ণ ভোট গ্রহণ শেষে চলছে গণনা

সারাদেশ

কুষ্টিয়া প্রতিনিধি


ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কুষ্টিয়ায় দুটি উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষে চলছে গণনা। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে সকাল ৮টা থেকে কুষ্টিয়া সদর ও খোকসা উপজেলা পরিষদের নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয় এবং তা চলে বিকাল ৪টা পর্যন্ত। তবে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল তুলনামূলক কম।

এবার সদর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে দুইজন, ভাইস চেয়ারম্যান পদে দুইজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও খোকসা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

কুষ্টিয়া সদর উপজেলায় মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২০ হাজার ৮৩৩ জন এবং ভোট কেন্দ্র ১৪৫টি। আর খোকসা উপজেলায় ভোটের সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৮ জন এবং ভোট কেন্দ্র ৫০টি।

বিবার্তা/শরীফুল/এমজে 

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত