কোটা সংস্কারের পক্ষে ইবি শিক্ষক সমিতি

| আপডেট :  ০৭ জুলাই ২০২৪, ০৫:৫১  | প্রকাশিত :  ০৭ জুলাই ২০২৪, ০৫:৫১


কোটা সংস্কারের পক্ষে ইবি শিক্ষক সমিতি

শিক্ষা

ইবি প্রতিনিধি


প্রত্যয় স্কিম বাতিলসহ তিন দফা দাবিতে সর্বাত্মক কর্মবিরতি অব্যাহত রেখেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

৭ জুলাই, রবিবার বেলা ১২ টা থেকে এক ঘণ্টা অবস্থান কর্মসূচি ও সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে কোটার যৌক্তিক সংস্কারের দাবি জানান শিক্ষকরা।

পরে এ বিষয়ে বাংলাদেশে শিক্ষক সমিতি ফেডারেশনকে বিজ্ঞপ্তি প্রদানের দাবি জানানোর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষক সমিতি।

সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়া বর্তমানে জাতির জন্য শিক্ষকরা আশানুরূপ ভূমিকা পালন করতে পারছেন না দাবি করে অবস্থান কর্মসূচিতে শিক্ষকরা বলেন, দেশ ও জাতি গঠনে শিক্ষকদের একটি গৌরবময় ইতিহাস রয়েছে কিন্তু আমরা আজকে সেই জায়গা থেকে অনেক দূরে চলে এসেছি। এর ফলে সোশ্যাল মিডিয়াতে আমাদের বিরুদ্ধে নানা ধরনের লেখালেখি হচ্ছে। আমরা সেগুলোকে সাধুবাদ জানাই। তাদের মতামতগুলো আমরা পজিটিভলি দেখি। আমাদের নিশ্চয়ই আত্মসমালোচনা করা দরকার যে, আমরা জাতির ক্রান্তিলগ্নে কোনো কোনো জায়গায় ভূমিকা রাখছি আর কোথায় ভূমিকা রাখছি না।

শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

এদিকে কোটা সংস্কার সহ ৪ দফা দাবিতে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালের পাদদেশ থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’ ব্যানারে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটকে গিয়ে শেষ হয়। পরে সেখানে দুই ঘণ্টা ধরে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। এর ফলে সৃষ্ট দ্বীর্ঘ যানজটে চরম দুর্ভোগে পড়েন যানবাহনের যাত্রীরা।

এদিকে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

বিবার্তা/জায়িম/এমজে

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত