কোরআন বলছে ধ্বংস তাদের জন্য যারা এই ১৫ কাজে লিপ্ত

| আপডেট :  ২৮ আগস্ট ২০২১, ১২:১৬  | প্রকাশিত :  ২৮ আগস্ট ২০২১, ১২:১৬

১. ধ্বংস প্রত্যেক মিথ্যাবাদী পাপাচারীর জন্য।
(সুরা জাসিয়াহ-৭)

২. ধ্বংস তার যে (মানুষের) পিছনে অপবাদ রটায়। (সুরা হুমাযাহ-১)

৩.ধ্বংস তার যে (মানুষকে) সামনে অপমানিত করে। (সুরা হুমাযাহ-১)

৪. ধ্বংস তার যে সম্পদ জমা করে এবং তা গুনে গুনে রাখে। (সুরা হুমাযাহ-১,২)

৫. ধ্বংস সে সব নামাজীর যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন। (সুরা মাউন-৪)

৬. ধ্বংস তাদের যারা পরিমাপে কম দেয়।(সুরা মুতাফ্যিফিন-১)

৭. ধ্বংস ঐ সকল মিথ্যারোপকারীর যারা কিয়ামতকে অস্বীকার করে।(সুরা মুতাফ্যিফিন-১০,১১)

৮. ধ্বংস তাদের জন্য যারা নিজ হাতে কিতাব রচনা করে এবং সামান্য মূল্য লাভের জন্য বলে এটা আল্লাহর নিকট হতে। (সুরা বাকারা-৭৯)

৯. ধ্বংস ও কঠিন শাস্থি ঐ সকল কাফিরদের জন্য নির্দিষ্ট যারা পরকালের তুলনায় দুনিয়াকে অগ্রাধিকার দেয় এবং আল্লাহর পথ হতে লোকদেরকে বাঁধা প্রদান করে।
(সুরা ইবরাহিম-২,৩)

১০. ধ্বংস তাদের যারা মহান দিবসের উপস্থিতিকে অস্বীকার করে।(সুরা মারইয়াম-৩৮)

১১. ধ্বংস ঐ সকল লোকদের যারা আল্লাহ সম্পর্কে অযথা মিথ্যা কথা বানায়।
(সুরা আম্বিয়া-১৮)

১২. ধ্বংস ঐ সকল কাফিরদের যারা ধারনা করে আসমান, যমীন ও এর মাঝে যা কিছু আছে। আল্লাহ সেগুলো অনর্থক সৃষ্টি করেছেন।
(সুরা সা’দ-২৭)

১৩. ধ্বংস তাদের যাদের অন্তর আল্লাহর স্মরণ হতে কঠোর হয়ে গেছে।
(সুরা যুমার-২২)

১৪. ধ্বংস তাদের যারা আল্লাহর সাথে শরীক করে। (সুরা হা-মীম সাজদাহ-৬)

১৫, ধ্বংস হোক তারা যারা আন্দাজে কথা বলে। (সুরা আয-যারিয়াত আয়াত ১০)

সম্পাদনায়: উজ্জল প্রধান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত