ক্যাম্পাস না ছাড়ার ঘোষণা বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের

| আপডেট :  ১৭ জুলাই ২০২৪, ০৫:১২  | প্রকাশিত :  ১৭ জুলাই ২০২৪, ০৫:১২


ক্যাম্পাস না ছাড়ার ঘোষণা বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের

বশেমুরবিপ্রবি প্রতিনিধি


অনির্দিষ্টকালের জন্য শিক্ষা কার্যক্রম বন্ধের ঘোষণা করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)। একই সাথে হলসমূহ ও বন্ধের ঘোষণা দেওয়া হয়। তবে শিক্ষার্থীরা এ সিদ্ধান্তে একমত পোষণ করেন নি। তারা হল না ছাড়ার ঘোষণা দেন।

এই বিষয়ে স্বাধীনতা দিবস হলের আবাসিক শিক্ষার্থী আব্দুল মুমিন বলেন, ‘শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনকে দমন করার অংশ হিসেবে ইউজিসি যে ঘোষণা দিয়েছে তা বাস্তবায়নের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে বশেমুরবিপ্রবি প্রশাসন। আমরা প্রশাসনের এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছি। আমরা প্রশাসনকে স্পষ্ট বলতে চাই আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত হল, ক্যাম্পাস ছেড়ে কোথাও যাবো না।’

তিনি আরো বলেন, ‘একই সাথে আমাদের যে সকল ভাইদের শহীদ করা হয়েছে তার বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না।’

প্রসঙ্গত, বুধবার (১৭ জুলাই) সকাল ১১ টায় জুমে বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের এক জরুরি সভা ডাকা হয়। যেখানে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ ও শিক্ষার্থীদের হল ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে অফিস কার্যক্রম যথারীতি চলবে বলে জানিয়েছেন। যা রেজিস্ট্রার মো. দলিলুর রহমান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি ঘোষণা করা হয়।

বিবার্তা/এমজে

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত