খাগড়াছড়িতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ মতবিনিময় সভা

| আপডেট :  ০৮ আগস্ট ২০২৪, ০৫:১৭  | প্রকাশিত :  ০৮ আগস্ট ২০২৪, ০৫:১৭


খাগড়াছড়িতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ মতবিনিময় সভা

চট্টগ্রাম

খাগড়াছড়ি প্রতিনিধি


খাগড়াছড়িতে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৮ আগস্ট, বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

এতে জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি ২০৩ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান, এসপিপি, এনডিসি, পিএসসি।

মতবিনিময় সভায় খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার জেলার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর অবস্থান স্পষ্ট করেন।

এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা বিশৃঙ্খলাকারীরা কোন দলের বা আন্দোলনকারীদের সাথে সম্পৃক্ততা নেই বলে উল্লেখ করেন।

আগামীকাল থেকে জেলা পুলিশ প্রশাসনসহ সকল দপ্তর/বিভাগ নিজেদের কাজ সুষ্ঠভাবে পরিচালনা করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার জানান, কোন দুর্বৃত্তকারী কোন রকম বাঁধা প্রদানে চেষ্টা করলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সাথে কঠাের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

এতে খাগড়াছড়ি বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মো. আব্দুল মোত্তাকিম, ৩০ বীর খাগড়াছড়ি জোন কমান্ডার লে. কর্নেল আবুল হাসনাত জুয়েল, খাগড়াছড়ি ব্রিগেডের জিএসও-২ (আই) মেজর জাবির সোবহান মিয়াদ, জেলা এনএসআই যুগ্ম পরিচালক জেলা এনএসআই ফিরোজ রাব্বানী, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী, সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা ইসলাম অংশ নেন।

এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর মো. মাসুদ রানা,জাহিদ হাসান, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি চৌধুরী আতাউর রহমান রানাসহ বিভিন্ন দপ্তর প্রধানরা উপস্থিত ছিলেন।

বিবার্তা/আল-মামুন/জবা

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত