খাগড়াছড়িতে পর্নোগ্রাফি আইনে অভিযুক্ত স্কুল শিক্ষক গ্রেফতার

| আপডেট :  ১৫ জানুয়ারি ২০২৪, ০৪:৪৪  | প্রকাশিত :  ১৫ জানুয়ারি ২০২৪, ০৪:৪৪


খাগড়াছড়িতে পর্নোগ্রাফি আইনে অভিযুক্ত স্কুল শিক্ষক গ্রেফতার

সারাদেশ

খাগড়াছড়ি প্রতিনিধি


খাগড়াছড়িতে স্কুল শিক্ষিকাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বুলিং করার অপরাধে স্কুল শিক্ষক উদয়ন ত্রিপুরা (২৭) কে আটক করেছে পুলিশ।

১৫ জানুয়ারি, সোমবার দুপুরে খাগড়াছড়ি সদর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার মুক্তা ধর।

আটক উদয়ন ত্রিপুরা সদর উপজেলার অমৃত পাড়া এলাকার রঞ্জিত ত্রিপুরার ছেলে। ভাইবোন ছড়া বলং হামারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

মামলা সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে একটি ফেইক আইডি থেকে ভিকটিম স্কুল শিক্ষিকার মেসেঞ্জারে (ভিকটিমের একটি ছবি) এডিট করে অশ্লীল ভাবে পাঠানো হয়। এছাড়াও ঐ আইডিতে নানা অশ্লীল লেখালেখি করে ভিকটিমকে হেনস্থা করা হয়।

এ বিষয়ে গত ১৩ জানুয়ারি ভিকটিম ফেইসবুক আইডিটির বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় অভিযোগ দায়ের করে। পুলিশের সাইবার টিম প্রযুক্তির সহায়তায় আইডি সনাক্ত করে ব্যবহৃত ডিভাইসসহ অভিযুক্তকে আটক করে।

খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর জানান, আটক অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া তিনি জানান প্রযুক্তিগতভাবে পুলিশ এখন অনেক সমৃদ্ধ। সাইবার ক্রাইম দমনে পুলিশের স্পেশাল টিম রয়েছে। সাইবার অপরাধ করে কেউ বাঁচতে পারবে না বলেও জানান তিনি।

বিবার্তা/মামুন/এমজে

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত