খাগড়াছড়িতে বজ্রপাতে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর আর্থিক সহায়তা

| আপডেট :  ০৭ মে ২০২৪, ০৫:১৮  | প্রকাশিত :  ০৭ মে ২০২৪, ০৫:১৮


খাগড়াছড়িতে বজ্রপাতে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর আর্থিক সহায়তা

খাগড়াছড়ি প্রতিনিধি


খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সম্প্রতি বজ্রপাতে আগুনে পুড়ে মা-শিশু নিহতের ঘটনায় ক্ষতিগ্রস্ত সাদেক মিয়াকে আর্থিক সহযোগিতা প্রদান করেছে দীঘিনালা সেনা জোন ৪ই বেঙ্গল সেনাবাহিনী।

একই সাথে উপজেলার জামতলী এলাকায় স্থাপিত পহর লাইব্রেরির জন্য চেয়ার, টেবিল ও বই রাখার জন্য আলমিরা প্রদান করা হয়।

৭ মে, মঙ্গলবার সকাল ১১টায় দীঘিনালা জোন সদরে এ সহায়তা দেয়া হয়।

বজ্রপাতে ক্ষতিগ্রস্ত মো. ছাদেক মিয়া ও পহর লাইব্রেরি পরিচালনা কমিটির সহ-সভাপতি রেডিয়েন ত্রিপুরার হাতে এসব সহযোগিতা তুলে দেন দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লে. কর্নেল রুমন পারভেজ পিএসসি ও লে. কর্নেল মো. ওমর ফারুক পিএসসি।

এসময় দীঘিনালা জোনের কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ মেহেদি হাসান পিএসসি উপস্থিত ছিলেন।  

সহায়তা পেয়ে মো. ছাদেক মিয়া বলেন, বজ্রপাতের আগুনে আমার স্ত্রী ও এক সন্তানসহ বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। দীঘিনালা  জোনের সেনাবাহিনী  আমার পাশে দাঁড়িয়েছেন এবং আমাকে আর্থিক সহায়তা করেছে।

রেডিয়েন ত্রিপুরা বলেন, আমরা যুব সমাজ সম্মিলিতভাবে জাতমলী এলাকায় ২০২৭ সালে একটি লাইব্রেরি স্থাপন করি। লাইব্রেরিতে আসবাবপত্র ছিল না। দীঘিনালা সেনা জোনে দরখাস্ত করার পর আমরা চেয়ার, টেবিল ও বই রাখার আলমারি পেয়েছি।

বিবার্তা/মামুন/এমজে

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত