খাগড়াছড়িতে বজ্রপাতে ৪ জনের মৃত্যু

| আপডেট :  ০৫ মে ২০২৪, ০৫:১৩  | প্রকাশিত :  ০৫ মে ২০২৪, ০৫:১৩


খাগড়াছড়িতে বজ্রপাতে ৪ জনের মৃত্যু

সারাদেশ

খাগড়াছড়ি প্রতিনিধি


খাগড়াছড়ি জেলায় একদিনে তিন উপজেলায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু হয়েছে।

৫ মে, রবিবার এ ঘটনা ঘটে। এতে বজ্রপাতে আরও দুই শিশু গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

নিহতদের মধ্যে জেলার দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের গোরস্তান পাড়ার বজ্রপাতে ঘরে আগুন ধরে যায়। এ সময় ছাদেক মিয়ার স্ত্রী হাসিনা বেগম (৩০) এবং তার ছেলে হানিফ মিয়া (৮) মৃত্যু হয়।

এ ঘটনায় তাদের আরেক ছেলেকে আহত অবস্থায় উদ্ধার করেছে স্থানীয়রা।

অন্যদিকে জেলার মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের শশী কারবারি পাড়ার সুছেল বিকাশ ত্রিপুরার স্ত্রী সমিকা ত্রিপুরা (২৬) বজ্রপাতে মৃত্যু হয়েছে।

এসময় তাদের দুই সন্তান অর্পণ ত্রিপুরা (০৩) এবং অহনা ত্রিপুরা (০৬) বজ্রপাতে গুরুতর আহত হয়েছে।

আহতরা মাটিরাঙ্গা উপজেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সকালে তাদের নিজ বাড়ির শয়নকক্ষে শুয়ে ছিলেন। হঠাৎ বজ্রপাতে সমিকা ত্রিপুরার মৃত্যু হয়। বজ্রপাতে তাদের গৃহপালিত ৩টি ছাগল মারা গেছে।

এছাড়াও রামগড় উপজেলায় গনজ মারমা (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ভোরে বাড়ির উঠানে বাঁধা গরু গোয়াল ঘরে তুলতে গিয়ে বজ্রপাতে তার মৃত্যু হয়। বজ্রপাতে তার গরু দুইটি মারা গেছে। গনজ মারমা রামগড় উপজেলার ১নং ইউনিয়নের হাজাছড়া এলাকার কংজ্য মারমার ছেলে।

এছাড়াও আকস্মিক কালবৈশাখি ঝড়ে জেলার বেশ কয়েকটি স্থানে গাছপালা উপড়ে ফেলেছে। বাতাসের তাণ্ডবে পাকা ধান শুয়ে পরেছে। ক্ষতি হয়েছে বেশ কয়েকটি ঘরবাড়ি।

এ বিষয়ে খাগড়াছড়ি জেলা প্রশাসক মোহাম্মদ সহিদুজ্জামান বলেন, বজ্রপাতে নিহতের পরিবারকে জেলা প্রশাসকের পক্ষ থেকে নিয়ম অনুযায়ী সহায়তা দেয়া হবে।

বিবার্তা/মামুন/সউদ

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত