খিলগাঁওয়ে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

| আপডেট :  ০৯ মে ২০২৪, ০২:৪৪  | প্রকাশিত :  ০৯ মে ২০২৪, ০২:৪৪


খিলগাঁওয়ে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানী

বিবার্তা প্রতিবেদক


রাজধানীর খিলগাঁও আনসার হেডকোয়ার্টার সংলগ্ন একটি বাসা থেকে বনি ইয়াসমিন (২০) নামে বয়সী এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (৯ মে) সকাল ৬ টার দিকে এ ঘটনা ঘটে। পরে উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে  কর্তব্যরত চিকিৎসক দুপুর সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ শিহাব তন্ময় জানান, আমরা খবর পেয়ে খিলগাঁও আনসার হেড কোয়ার্টার সংলগ্ন ২৮৩/সি নম্বর বাসার নিচতলার একটি কক্ষ থেকে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরও বলেন, নিহত শিক্ষার্থী মাগুরা থেকে তার বোনের বাসায় বেড়াতে এসেছিল। আজ সকালের দিকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে কী কারণে গলায় ফাঁস দিয়েছে সেটা আমরা জানতে পারিনি। ময়নাতদন্ত শেষে প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বিবার্তা/বুলবুল/মাসুম

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত