খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, দুর্ভোগে যাত্রীরা

| আপডেট :  ১৭ এপ্রিল ২০২৪, ০৩:২০  | প্রকাশিত :  ১৭ এপ্রিল ২০২৪, ০৩:২০


খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, দুর্ভোগে যাত্রীরা

সারাদেশ

চুয়াডাঙ্গা প্রতিনিধি


রাজশাহী থেকে খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন মাঝপথে বিকল হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে প্রচণ্ড গরমে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

বুধবার (১৭ এপ্রিল) সকাল ৯টার দিকে চুয়াডাঙ্গা রেলস্টেশন থেকে ২ কিলোমিটার দূরে পাঁচ ফোকট নামক স্থানে ট্রেনের ইঞ্জিন বিকল হয়। এ সময় প্রচণ্ড গরমে যাত্রীরা দুর্ভোগে পড়েন। চুয়াডাঙ্গা স্টেশন মাস্টার মিজানুর রহমান বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান।

ট্রেনের লোকো মাস্টার জাহিদুল ইসলাম জানান, হঠাৎ করে ইঞ্জিনে পাওয়ার পাওয়া যাচ্ছিল না। ফলে, ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে বন্ধ হয়ে যায় ট্রেনটি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। বিকল্প ইঞ্জিন আসামাত্র ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

স্টেশন মাস্টার জানান, ট্রেনের ইঞ্জিন বিকল হয়েছে। দ্রুত চালু করার চেষ্টা চলছে। তবে,অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। কোটচাঁদপুর থেকে ইঞ্জিন আসার পর ট্রেনটি খুলনার উদ্দেশে রওনা হবে। যাত্রীদের গরমের কারণে দুর্ভোগ হচ্ছে। রাজশাহী থেকে ডাউন ৭৬২ সাগড়দাঁড়ি এক্সপ্রেস ট্রেনটি খুলনার উদ্দেশে যাচ্ছিল।

বিবার্তা/মাসুম

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত