গরুর মাংসের কেজি ৬০০

| আপডেট :  ০৭ এপ্রিল ২০২৪, ০৯:২০  | প্রকাশিত :  ০৭ এপ্রিল ২০২৪, ০৯:২০


গরুর মাংসের কেজি ৬০০

সারাদেশ

ফরিদপুর প্রতিনিধি


ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে গরুর মাংস।

৭ এপ্রিল, রবিবার বেলা ১১টা থেকে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্বল্প মূল্যে গরুর মাংস বিক্রির এ কার্যক্রম শুরু হয়। কার্যক্রম চলবে ৯ এপ্রিল পর্যন্ত।

ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল আহসান তালুকদার প্রধান অতিথি থেকে স্বল্প মূল্যে গরুর মাংস বিক্রির এ কার্যক্রম উদ্বোধন করেন।

এসময় জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়াছিন কবীর, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) এ এস এম শাহাদাত হোসেনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল আহসান তালুকদার জানান, জেলা প্রশাসনের উদ্যোগে ভর্তুকি মূল্যে স্বল্প আয়ের মানুষের মাঝে ৬০০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি কার্যক্রম শুরু করা হয়েছে। ঈদের আগের দিন পর্যন্ত চলবে এ কার্যক্রম।

বিবার্তা/সউদ

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত