গাইবান্ধায় ঝুমু হত্যাকারীর শাস্তির দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

| আপডেট :  ০৫ মে ২০২৪, ০৬:৪৩  | প্রকাশিত :  ০৫ মে ২০২৪, ০৬:৪৩


গাইবান্ধায় ঝুমু হত্যাকারীর শাস্তির দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

সারাদেশ

গাইবান্ধা প্রতিনিধি


কুমিল্লায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী তাজরিন সুলতানা ঝুমুকে (৯) ধর্ষণের পর হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সারাদেশের মতো গাইবান্ধায় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে।

৫ মে, রবিবার দুপুরে শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্সের (এনসিটিএফ) উদ্যোগে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জাহিদ হাসান সিদ্দিকীর কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়।

এসময় এনসিটিএফ গাইবান্ধা জেলার সভাপতি নুসরাত জামান লামিয়া, সহ-সভাপতি নাফিস তাহমীদ, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন মানিক, শিশু সংসদ সদস্য আসমাউল হুসনা রোদেলা, সেভ দ্য চিলড্রেনস ইন বাংলাদেশের গাইবান্ধা জেলা ইয়ুথ মেন্টর মো. মেহেদী হাসান ও ইয়ুথ মেন্টর গ্রুপের সদস্য আসফিকুর রহমান আসিফসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

গত ২৯ এপ্রিল কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে ধর্ষণের পর হত্যার শিকার হয় শিশু ঝুমু। পরে সদর দক্ষিণ মডেল থানায় শিশুটির মা বাদী হয়ে হত্যা মামলা করেন। এরপর মামলার প্রধান আসামি মফিজুল ইসলাম মফুকে (৩৮) গ্রেফতার করে র‍্যাব। ধর্ষণের শিকার শিশু তানজিন সুলতানা ঝুমু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নের বাসিন্দা।

বিবার্তা/খালেক/সউদ

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত