গাবতলীতে হবে সিটি বাস টার্মিনাল: স্থানীয় সরকার মন্ত্রী

| আপডেট :  ০৭ মে ২০২৪, ০৭:৩৩  | প্রকাশিত :  ০৭ মে ২০২৪, ০৭:৩৩


গাবতলীতে হবে সিটি বাস টার্মিনাল: স্থানীয় সরকার মন্ত্রী

সারাদেশ

বিবার্তা প্রতিবেদক


রাজধানীর গাবতলী বাস টার্মিনালকে সিটি বাস টার্মিনালে রূপান্তর করা হবে।

৭ মে, মঙ্গলবার জাতীয় সংসদে এ তথ্য জানান স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।

তিনি বলেন, ভবিষ্যতে গাবতলী বাস টার্মিনালকে সব ধরনের নাগরিক সুবিধা সম্বলিত মাল্টি মোডাল স্টেশনে রূপান্তর করা হবে। আর হেমায়েতপুরে আধুনিক আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মাণ করা হবে।

ঢাকা-১৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য মাইনুল হোসেন খান নিখিলের উত্থাপন করা নোটিশের লিখিত বিবৃতিতে সংসদে এ তথ্য জানান স্থানীয় সরকার মন্ত্রী।

নোটিশে মাইনুল হোসেন খান নিখিল বলেন, ‘গাবতলী বাস টার্মিনালটি আধুনিকায়ন অত্যন্ত জরুরি। বর্তমানে এখানে নিয়মতান্ত্রিক পার্কিং ব্যবস্থা না থাকায় দীর্ঘ যানজটের কারণে দূরদূরান্ত থেকে আসা যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন। যদি গাবতলী টার্মিনালকে আধুনিকায়ন করা হয়, তাহলে এসব অনিয়ম, অব্যবস্থাপনা রোধ করা সম্ভব।’

নিখিলের নোটিশের লিখিত বিবৃতিতে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‌‘গাবতলী বাস টার্মিনালকে সব ধরনের নাগরিক সুবিধা সম্বলিত মাল্টি মোডাল স্টেশনে রূপান্তর করা হবে। ভবিষ্যতে গাবতলী বাস টার্মিনালকে সিটি বাস টার্মিনালে রূপান্তর করা হবে। আর হেমায়েতপুরে আধুনিক আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মাণ করা হবে।’

বিবার্তা/সউদ

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত