গোপালগঞ্জে গ্রাম পুলিশ সদস্যদের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু

| আপডেট :  ১৬ এপ্রিল ২০২৪, ০২:০৫  | প্রকাশিত :  ১৬ এপ্রিল ২০২৪, ০২:০৫


গোপালগঞ্জে গ্রাম পুলিশ সদস্যদের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু

সারাদেশ

গোপালগঞ্জ প্রতিনিধি


গোপালগঞ্জে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণের জন্য ৩০ দিন মেয়াদি বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।

১৬ এপ্রিল, সোমবার গোপালগঞ্জ সদর উপজেলা অডিটোরিয়ামে জাতীয় স্থানীয় সরকার প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণে বক্তব্য রাখেন ইনস্টিটিউটের মহাপরিচালক মনোজ কুমার রায়।

৩০ দিন মেয়াদি বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।

অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে একই প্রশিক্ষণ কর্মসূচির অন্তর্ভুক্ত খুলনার ডুমুরিয়া উপজেলার গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণও সংযুক্ত ছিলেন।

গোপালগঞ্জের সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে এনআইএলজির উপ-পরিচালক ( প্রশিক্ষণ ও পরামর্শ) খ.ম. কবিরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. আজাহারুল ইসলাম, গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল আলমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বিবার্তা/সঞ্জয়/জবা

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত