গৌরীপুরে তিন সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার

| আপডেট :  ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৩৭  | প্রকাশিত :  ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৩৭


গৌরীপুরে তিন সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার

সারাদেশ

গৌরীপুর প্রতিনিধি


ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের সাতুতী মহল্লায় তিন সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

১৭ ফেব্রুয়ারি, শনিবার সকালে বাড়ির পিছনে বাঁশ ঝাড়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায় প্রতিবেশীরা। পরে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

নিহত মনোয়ারা বেগম মনি অটোরিকশাচালক রায়হানের স্ত্রী ও উপজেলার রামগোপালপুর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের তাজ্জত মিয়ার মেয়ে। পরিবারের দাবি মনি আত্মহত্যা করেছেন।

রায়হানের চাচা আল আমিন জানান, শুক্রবার দিনগত রাত তিনটার পর তার ভাতিজা রায়হান তাকে ঘুম থেকে ডেকে তুলে জানায়, স্ত্রী মনিকে খোঁজে পাচ্ছে না। বাচ্চারা কান্নাকাটি করছে। এসময় বাড়ির আশপাশে সবাই মিলে খুঁজাখুঁজি করেও মনিকে পাওয়া যায়নি। রাত চারটার দিকে মনির বাবার বাড়িতে ফোন করে বিষয়টি জানান তাঁরা।

সকালে তাদের প্রতিবেশী বিলকিস বেগম বাড়ির পিছনে জঙ্গলের বাঁশ ঝাড়ে মনির ঝুলন্ত দেহ দেখতে পায়। তার ডাক-চিৎকারে সবাই ছুটে যায়। পরে খবর পেয়ে গৌরীপুর থানার পুলিশ এসে মনির লাশ উদ্ধার করে।

নিহত মনোয়ারা বেগম মনির মা রেখা বেগম বলেন, রাত চারটায় মনির স্বামী ফোন করে জানায় মনিকে খোঁজে পাচ্ছে না। সকালে গিয়ে আমরা মনির ঝুলন্ত লাশ দেখতে পাই। পরিবারে অভাব অনটন থাকলেও আত্মহত্যার কোনো কারণ খোঁজে পাচ্ছি না। মনির দুইটি জমজ শিশুসহ তিনটি সন্তান রয়েছে।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র রায় জানান, ঝুলন্ত অবস্থায় মনির লাশ উদ্ধার করেছে পুলিশ। পোস্ট মর্টামের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিবার্তা/এমজে

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত