গ্যাস সংকটে আবার উৎপাদন বন্ধ যমুনা সারকারখানার

| আপডেট :  ১৫ জানুয়ারি ২০২৪, ০৭:০৯  | প্রকাশিত :  ১৫ জানুয়ারি ২০২৪, ০৭:০৯


গ্যাস সংকটে আবার উৎপাদন বন্ধ যমুনা সারকারখানার

সারাদেশ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি


গ্যাস সংকটে জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দিতে অবস্থিত যমুনা সারকারখানার (জেএফসিএল) ফের উৎপাদন বন্ধ করে দিয়েছে কারখানা কর্তৃপক্ষ।

১৫ জানুয়ারি, সোমবার বিকেল ৩টার দিকে উৎপাদন বন্ধ করে কারখানা কর্তৃপক্ষ।

যমুনা সারকারখানা সূত্রে জানা গেছে, দেশের সর্ববৃহৎ একমাত্র দানাদার ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সারকারখানায় নির্ধারিত চাপে গ্যাস সরবরাহ না পাওয়ায় গত বছরের ৫ সেপ্টেম্বর সার উৎপাদন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। দীর্ঘদিন বন্ধ থাকার পর নানা সংকট কাটিয়ে একই বছরের ১ নভেম্বর গ্যাস সরবরাহ দেয় তিতাস কর্তৃপক্ষ। পরের দিন ২ নভেম্বর উৎপাদন শুরু হয় যমুনা সারকারখানার। এদিকে সোমবার সকাল থেকেই পুনরায় গ্যাস সংকট দেখা দিলে বিকেল ৩টার দিকে উৎপাদন বন্ধ করে দেয় কারখানা কর্তৃপক্ষ।

এ ব্যাপারে যমুনা সারকারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন বলেন, গ্যাসের চাপ কমে যাওয়ায় সোমবার বিকেল ৩টার দিকে সার উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে। গ্যাসের সংকট কেটে গেলে পুনরায় উৎপাদন চালু হবে।

বিবার্তা/মোস্তাক/সউদ

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত