চট্টগ্রাম টেস্ট: বাংলাদেশকে ১৯২ রানে হারাল শ্রীলঙ্কা

| আপডেট :  ০৩ এপ্রিল ২০২৪, ০১:০৮  | প্রকাশিত :  ০৩ এপ্রিল ২০২৪, ০১:০৮


চট্টগ্রাম টেস্ট: বাংলাদেশকে ১৯২ রানে হারাল শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক


শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথমটিতে সিলেটে লজ্জাজনকভাবে হারের পর চট্টগ্রামে  দ্বিতীয় টেস্টেও কাঙ্খিত প্রতিরোধ গড়তে পারেনি টিম বাংলাদেশ।

লঙ্কান বোলারদের আক্রমণের মুখে দুই ইনিংসেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে স্বাগতিকরা। ব্যাট হাতে জয়- শান্ত- জাকির- লিটনদের ব্যর্থতায় দ্বিতীয় ইনিংসে ৩১৮ রানে অলআউট হওয়ায় ১৯২ রানের দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা।

৩ এপ্রিল, বুধবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৭ উইকেটে ২৬৮ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে স্বাগতিকরা। জয়ের জন্য পঞ্চম ও শেষ দিনে ২৪৩ রান প্রয়োজন ছিল বাংলাদেশের। তাইজুল ইসলামকে সঙ্গে নিয়ে শেষ দিনে অসম্ভব এই লক্ষ্য পূরণের উদ্দেশ্যেই মাঠে নেমেছিলেন মেহেদী মিরাজ। তবে অসাধ্য সাধন করা সম্ভব হয়নি টাইগারদের।

প্রথম সেশনের শুরুতেই আজ ফিরতে হয়েছে তাইজুলকে। মিরাজের সঙ্গী হয়ে গতকাল ব্যক্তিগত ১০ রানে চতুর্থ দিনের খেলা শেষ করেছিলেন তাইজুল। আজ দিনের শুরুতে তিনি আর প্রতিরোধ গড়তে পারেননি। দলীয় ২৮১ রানে তিনি মেন্ডিসের বলে ফার্নান্দোর মুঠোবন্দী হয়ে সাজঘরে ফিরেন নিজের নামের পাশে আরও ৪ রান যোগ করে।

এদিকে তাইজুল ফিরলেও ধ্বংসস্তূপে দাঁড়িয়ে নিজের ফিফটি তুলে নিয়েছেন মিরাজ। গতকাল ৪৪ রানে দিন শেষ করা টাইগার এই অলরাউন্ডার আজও লঙ্কান বোলারদের বেশ ভালোই সামলেছেন। দিনের শুরুতেই তিনি পূর্ন করেছেন ব্যক্তিগত অর্ধশতক। তবে একপ্রান্তে মিরাজের প্রতিরোধের বিপরীতে অপরাপ্রন্তে উইকেট হারিয়ে টাইগাররা। তাইজুল ফেরার পর দ্রুত ফিরেন হাসান মাহমুদ এবং খালেদ আহমেদ। ফলে ১৯২ রানে পরাজিত হয় বাংলাদেশ। মিরাজ অপরাজিত ছিলেন ৮১ রান করে।

এর আগে চট্টগ্রামে প্রথম ইনিংসে আগে ব্যাট করতে নেমে ৫৩১ রানের বিশাল সংগ্রহ গড়েছিল শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ অলআউট হয় ১৫৭ রান করেই। পরে ৩৭৪ রানের বিশাল লিড পাওয়া শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে ৭ উইকেঠারিয়ে ১৫৭ রান করে ইনিংস ঘোষণা করলে জয়ের জন্য টাইগারদের লক্ষ্য তাড়ায় ৫১১ রান।

বিবার্তা/জবা

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত