চবির ১ম দিনের পরীক্ষায় অনুপস্থিত ২২ হাজার ২৬২ জন পরীক্ষার্থী

| আপডেট :  ০২ মার্চ ২০২৪, ০৯:৫৩  | প্রকাশিত :  ০২ মার্চ ২০২৪, ০৯:৫৩


চবির ১ম দিনের পরীক্ষায় অনুপস্থিত ২২ হাজার ২৬২ জন পরীক্ষার্থী

চবি প্রতিনিধি


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩-২৪ সেশনে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রথম দিনের ‘এ’ ইউনিটের পরীক্ষায় অনুপস্থিত ২২,২৬২ জন পরীক্ষার্থী। এবার ‘এ’ ইউনিটে মোট ৯৯ হাজার পাঁচশত ২১ জন পরীক্ষার্থীর মধ্য থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৭৭হাজার দুইশত ৫৯জন ভর্তি পরীক্ষার্থী। শতকরা হিসেবে অনুপস্থিতি সংখ্যা দাঁড়ায় ২২ দশমিক ৩৭ শতাংশ।

২ মার্চ, শনিবার বেলা ১১টায় ‘এ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয় এবারের ভর্তি পরীক্ষা। ‘এ’ ইউনিটের অধীনে বিজ্ঞান অনুষদ জীববিজ্ঞান অনুষদ, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্সেস অনুষদ এবং ফিশারিজ অনুষদ অন্তর্ভুক্ত।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তথ্য মতে, এ বছর ভর্তি পরীক্ষায় অংশ নেবে সর্বমোট ২ লক্ষ ৪৩ হাজার ৫৫৫ জন পরীক্ষার্থী। তন্মধ্যে ‘এ’ ইউনিটের পরীক্ষার্থী ছিল ৯৯ হাজার  ৫২১জন। সে হিসেবে ‘এ’ ইউনিটে আসন প্রতি লড়বেন ৮১ জন। গত বছরের মতো এবারও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ রয়েছে। তবে এ বছর তিন বিভাগীয় শহর ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

‘এ’ ইউনিটের চবি কেন্দ্রের সমন্বায়ক বিজ্ঞান  অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ নাসিম হাসান বলেন, ‘এ’ ইউনিটে চবিতে সর্বমোট ৯৯ হাজার ৫২১ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৭ হাজার ২৫৯ জন উপস্থিত ছিলেন। শতকরা উপস্থিতির হার ৭৭ দশমিক ৬৩ শতাংশ। এছাড়া অনুপস্থিত ছিলেন ২২ হাজার ২৬২ জন।

এ বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ চট্টগ্রামের আরো পাঁচটি কেন্দ্রে ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্রগুলো হলো, হাটহাজারী সরকারি কলেজ, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ, চট্টগ্রাম ভেটেরিনারী এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়,  প্রিমিয়ার ইউনিভার্সিটি, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

ভর্তি পরীক্ষার সার্বিক বিষয় নিয়ে চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, আমরা সুষ্ঠুভাবে পরীক্ষার সবরকম প্রস্তুতি নিয়েছি। এ বছর আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ চট্টগ্রামের  আরো ৫টি কেন্দ্রে পরীক্ষার ব্যবস্থা করেছি। আশা করি এর মাধ্যমে শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি কমে আসবে।

নিরাপত্তার ব্যাপারে জানতে চাইলে চবি প্রক্টর অধ্যাপক ড. নুরুল আজিম শিকদার জানান, আমরা পরীক্ষার্থীদের কথা ভেবে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা হাতে নিয়েছি। পুলিশ, প্রক্টরিয়াল বডি, বিএনসিসি, র‍্যাব, রোভার স্কাউট, নিরাপত্তা কর্মী এবং রেলওয়ে কর্তৃপক্ষ আমাদেরকে সহযোগিতা করছে। আশা করি আমরা নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পাদন করতে পারব।

বিবার্তা/মহসিন/সউদ

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত