চরফ্যাশনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

| আপডেট :  ২৩ এপ্রিল ২০২৪, ১০:০১  | প্রকাশিত :  ২৩ এপ্রিল ২০২৪, ১০:০১


চরফ্যাশনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সারাদেশ

ভোলা প্রতিনিধি


ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে নানা বাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে মো. তানজিল ইসলাম (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

২৩ এপ্রিল, মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার শশীভূষণ থানার এওয়াজপুর ৭নং ওয়ার্ডে ইউপি সদস্য কামরুল ইসলাম পাটওয়ারী বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু তানজিল উপজেলার শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চর ফকিরা গ্রামের মো. নোমানের একমাত্র ছেলে।

পুকুরের পানিতে পড়ে তানজিলের মৃত্যু হওয়ার বিষয়টি এই প্রতিনিধিকে নিশ্চিত করেন এওয়াজপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. কামরুল ইসলাম।

ইউপি সদস্য মো. কামরুল ইসলাম জানান, বিকালে শিশু তানজিল সাইকেলের একটি পুরাতন চাকা নিয়ে উঠানে খেলা করছিলেন। সে সময় তার মা ও নানা পরিবারের সদস্যরা কাজে ব্যস্ত ছিল। চাকাটি পুকুরের পানিতে পড়ে গেলে শিশু তানজিল চাকাটি উঠাতে গিয়ে পা পিছলে পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুজি করে পুকুরে গিয়ে দেখেন মুখ থুবড়ে পানিতে পড়ে আছে। পুকুরের পানি থেকে স্বজনেরা তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

এদিকে শিশু তানজিলের অকাল মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।

শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) ম. এনামুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল।

বিবার্তা/শাহীন/সউদ

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত