চিলমারীতে প্রকল্পের সুবিধাভোগী নারী কর্মীদের মাঝে চেক ও সনদ বিতরণ

| আপডেট :  ২৯ জুলাই ২০২৪, ০২:২৭  | প্রকাশিত :  ২৯ জুলাই ২০২৪, ০২:২৭


চিলমারীতে প্রকল্পের সুবিধাভোগী নারী কর্মীদের মাঝে চেক ও সনদ বিতরণ

সারাদেশ

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি


কুড়িগ্রামের চিলমারীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-৩ (আরইআরএমপি-৩) শীর্ষক প্রকল্পের সুবিধা ভোগী নারী কর্মীদের সঞ্চয়কৃত অর্থ চেক ও সনদ প্রদান করা হয়েছে।

২৯ জুলাই, সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এসব চেক ও সনদ বিতরণ করেন কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট বিপ্লব হাসান পলাশ।

উপজেলা প্রকৌশলী ফিরোজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রুকুনুজ্জামান শাহীন, ইউএনও মিনহাজুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাহিদ আনোয়ার পলাশ, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা বেগম জেলি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ জাকির হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম লিচু।

এই প্রকল্পের আওতায় ৬ ইউনিয়নে ১০ জন করে মোট ৬০ জনকে প্রায় ৭১ লাখ টাকার চেক ও সনদ বিতরণ করা হয়েছে। পিছিয়ে পড়া নারী, বিধবা বা নারী প্রধান পরিবারের দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে আর্থ ও সামাজিক উন্নয়নের এই প্রকল্প পরিচালিত হচ্ছে।

বিবার্তা/রাফি/জবা

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত