চীনের ‘গানবোট কূটনীতিতে’ প্রতিবেশীরা যুক্তরাষ্ট্রের দিকেই ঝুঁকছে

| আপডেট :  ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৫  | প্রকাশিত :  ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৫

সম্ভবত সি চিন পিং জাতীয়তাবাদী মনোভাব চাঙা করার কৌশল নিয়েছেন, যাতে দেশে তাঁর যে ব্যর্থতা, সেখান থেকে জনগণের মনোযোগ ভিন্ন দিকে নিয়ে যেতে চান। সি চিন পিং সম্ভবত এই হিসাব করেছেন, যদি সংঘাতের বিষয়টি সত্যি সত্যি সামনে এসে পড়ে, তাহলে ক্রমাগত আত্মকেন্দ্রিক হয়ে ওঠা যুক্তরাষ্ট্র আঞ্চলিক সংঘাতে তার মিত্র ফিলিপাইন, তাইওয়ান কিংবা অন্য কোনো দেশের পক্ষে এসে লড়াই শুরু করবে না।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত