চুয়াডাঙ্গায় আজ প্রাথমিক, আগামীকার মাধ্যমিক বিদ্যালয় বন্ধ

| আপডেট :  ২২ জানুয়ারি ২০২৪, ০২:১৬  | প্রকাশিত :  ২২ জানুয়ারি ২০২৪, ০২:১৬


চুয়াডাঙ্গায় আজ প্রাথমিক, আগামীকার মাধ্যমিক বিদ্যালয় বন্ধ

সারাদেশ

চুয়াডাঙ্গা প্রতিনিধি


দেশের দক্ষিণ পশ্চিমের জেলা চুয়াডাঙ্গায় আজ সোমবার (২২ জানুয়ারি) থেকে আবারো শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। হাড় কাঁপানো শীত ও ঘন কুয়াশার কারণে জেলার সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে খোলা রয়েছে মাধ্যমিক বিদ্যালয়।

প্রাথমিক বিদ্যালয় বন্ধের ব্যাপারে আগে থেকে না জানায় তীব্র শীত উপেক্ষা করেই বিদ্যালয়ে উপস্থিত হয়েছে শিশু শিক্ষার্থীরা। একাডেমিক কার্যক্রম বন্ধ থাকলেও দাপ্তরিক কার্যক্রম চালু থাকায় বিদ্যালয়ে এসেছেন শিক্ষকরা।

শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী, তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়। এ ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা জেলার সকল প্রাথমিক বিদ্যালয় আজ বন্ধ ঘোষণা করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।

তবে এদিন মাধ্যমিক বিদ্যালয় বন্ধের ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানায়নি জেলা মাধ্যমিক শিক্ষা অফিস।

চুয়াডাঙ্গা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তবিবুর রহমান জানান, সোমবার চুয়াডাঙ্গার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামায় প্রতিষ্ঠান প্রধানদের কাছে বার্তা পাঠিয়ে বিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়। আবহাওয়া পর্যবেক্ষণ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

চুয়াডাঙ্গা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতাউর রহমান বলেন, আজ জেলার সকল মাধ্যমিক বিদ্যালয় খোলা। তবে তীব্র শীতের কারণে আগামীকাল (২৩ জানুয়ারি) শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চুয়াডাঙ্গা জেলা আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আর সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

উল্লেখ্য, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এক আদেশে বলা হয়, যেসব জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে, সেসব জেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ও পৃথক আদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুরূপ সিদ্ধান্ত নিয়েছে।

সে অনুযায়ী গত বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) চুয়াডাঙ্গা জেলার মাধ্যমিক ও উচ্চ বিদ্যালয়গুলোতে বৃহস্পতিবার শ্রেণি কার্যক্রম, ক্লাস, পরীক্ষা বন্ধ রাখা হয়। তবে ওইদিন প্রাথমিক বিদ্যালয়গুলো চালু ছিল।

বিবার্তা/আসিম/জবা

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত