চুয়াডাঙ্গায় গাছের নিচে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

| আপডেট :  ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:২৩  | প্রকাশিত :  ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:২৩


চুয়াডাঙ্গায় গাছের নিচে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি


চুয়াডাঙ্গায় গাছ কাটার সময় অসাবধানতাবশত গাছের নিচে চাপা পড়ে সাইদুর রহমান নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

১১ ফেব্রুয়ারি, রবিবার দুপুরে জীবননগর উপজেলার সন্তোষপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাইদুর রহমান একই উপজেলার কেডিকে ইউনিয়নের গাজী পাড়ার মৃত মুনতাজ উদ্দীনের ছেলে।

এলাকাবাসী জানান, সাইদুর দীর্ঘদিন ধরে গাছ কাটা শ্রমিকের কাজ করেন। অন্যান্য দিনের মতো আজও উপজেলার সন্তোষপুর গ্রামের একটি বাগানে ১১জন শ্রমিক গাছ কাটতে যান।

গাছ কাটার একপর্যায়ে তিনি অর্ধেক কাটা হেলানো গাছের নিচে বসেছিলেন। এ সময় হঠাৎ গাছটি তার গায়ে পড়লে তিনি মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ প্রসঙ্গে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইয়াসিন আরাফাত বলেন, হাসপাতালে আসার আগেই সাইদুর রহমানের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম জাবীদ হাসান বলেন, গাছের নিচে চাপা পড়ে সাইদুর রহমান মারা যান। এ ঘটনায় সাইদুরের পরিবারের কোনো অভিযোগ নেই।

বিবার্তা/আসিম/জবা

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত