চুয়াডাঙ্গায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

| আপডেট :  ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৩২  | প্রকাশিত :  ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৩২


চুয়াডাঙ্গায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

চুয়াডাঙ্গা প্রতিনিধি


দেশের দক্ষিণ পশ্চিমের জেলা চুয়াডাঙ্গায় জেঁকে বসেছে শীত। শীতের এই তীব্রতা বেশি কাবু করেছে জেলার নিম্ন আয়ের অসহায় ও দুস্থ মানুষদেরকে।জেলার শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল শিকড় সমাজ কল্যাণ সংস্থা।

৫ ফেব্রুয়ারি, সোমবার সংস্থাটি থেকে জেলার জীবননগর উপজেলার বিভিন্ন স্থানে চার দিনব্যাপী দুইশত কম্বল বিতরণ কর্মসূচি শুরু করেছে।

এরই ধারাবাহিকতায় আজ হাসাদহ, মাধবপুর ও কালা গ্রামে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিকড় সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহজাহান সিরাজ, সহ-সম্পাদক হোসাইন আহমেদ, কোষাধক্ষ রমজান আলীসহ কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

সংস্থাটির নির্বাহী সদস্য সাব্বির সামি মুহিত বলেন, এই শীতে আমার জেলার শীতার্ত অসহায় মানুষগুলো অমানবিক কষ্ট সহ্য করছেন। ওনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা ওনাদের পরিবারের সদস্য হিসেব পাশে দাঁড়াতে চেষ্টা করেছি।

বিবার্তা/আসিম/সউদ 

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত