চুয়াডাঙ্গায় হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

| আপডেট :  ০২ এপ্রিল ২০২৪, ০২:৩৮  | প্রকাশিত :  ০২ এপ্রিল ২০২৪, ০২:৩৮


চুয়াডাঙ্গায় হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

সারাদেশ

চুয়াডাঙ্গা প্রতিনিধি


চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ব্যবসায়ী নজির মিয়া ও তার স্ত্রী ফরিদা খাতুনকে হত্যার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড ও একজনকে ২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

২ এপ্রিল, মঙ্গলবার দুপুর ১২টার দিকে আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২য়) আদালতের বিচারক মাসুদ আলী।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আসাননগর গ্রামের ক্লাবপাড়ার বজলুর রহমানের ছেলে সাহাবুল হক (৪২), একই গ্রামের শেখপাড়ার পিন্টু রহমানের ছেলে রাজিব হোসেন (২৫) ও মাঝেরপাড়ার মাসুদ আলীর ছেলে বিদ্যুৎ আলী (২৩)।

এছাড়া দুই বছর সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন একই গ্রামের স্কুলপাড়ার তাহাজ উদ্দীনের ছেলে শাকিল হোসেন (২৩)।

চুয়াডাঙ্গার অতিরিক্ত দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট গিয়াস উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

বিস্তারিত আসছে…..

বিবার্তা/আসিম/জবা

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত