ছাত্রলীগের ওয়েবসাইট হ্যাক

| আপডেট :  ১৮ জুলাই ২০২৪, ০৭:৩৭  | প্রকাশিত :  ১৮ জুলাই ২০২৪, ০৭:৩৭


ছাত্রলীগের ওয়েবসাইট হ্যাক

বিবার্তা প্রতিবেদক


বাংলাদেশ ছাত্রলীগের ওয়েবসাইট (http://www.bsl.org.bd/) হ্যাক হয়েছে।

১৮ জুলাই, বৃহস্পতিবার বিকেল থেকে ছাত্র সংগঠনটির ওয়েবসাইটে ছাত্রলীগের কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। তার বদলে একটি পোস্টার দেখা যাচ্ছে।

ওয়েবসাইটটিতে প্রবেশ করলে ছাত্রলীগ এবং এর কার্যক্রম সম্পর্কে স্বাভাবিক তথ্যের পরিবর্তে, অজ্ঞাতনামা ব্যক্তিদের ছবিসহ চলমান কোটা সংস্কার আন্দোলন সম্পর্কে একাধিক বার্তা আসছে।

‘এটি এখন আর কোনো প্রতিবাদের আন্দোলন নয়, এটি যুদ্ধ’ উল্লেখ করে অন্যান্য রাজনৈতিক ও ইসলামিক পক্ষগুলোকে ছাত্রদের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় তারাও তাদের নিশানা হবে বলে উল্লেখ করা হয়েছে।

বিবার্তা/এমজে

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত