ছাত্রলীগের দুই গ্রুপের কোন্দলে মধ্যরাতে উত্তপ্ত ইডেন কলেজ

| আপডেট :  ২৫ সেপ্টেম্বর ২০২২, ০৭:১১  | প্রকাশিত :  ২৫ সেপ্টেম্বর ২০২২, ০৭:১১

রাজধানীর ইডেন কলেজে মধ্যরাতে ছাত্রলীগের দুই গ্রুপের কোন্দলে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।শনিবার (২৪ সেপ্টেম্বর) রাত ১১টা থেকে মধ্য রাত অবধি ২ পক্ষের শিক্ষার্থীদের অবস্থানে চলে পক্ষে-বিপক্ষে স্লোগান।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, শনিবার রাতে ইডেন কলেজের সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস বিভাগ এবং সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে কলেজের ছাত্রলীগ শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের গ্রুপের সঙ্গে সঙ্গে সহ-সভাপতিসহ আরেকটি গ্রুপের শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান নেয়।

এসময় ইডেন কলেজ ছাত্রলীগ শাখার সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস গণমাধ্যমকে বলেন, সিট বাণিজ্য নিয়ে সম্প্রতি গণমাধ্যমে একটি সাক্ষাৎকারকে কেন্দ্র করে সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্যাতনের শিকার হন তিনি। তাকে একটি কক্ষে আটকে রেখে মারধর এবং আপত্তিকর ছবিও তুলে রাখার অভিযোগ করেন।

ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি সুস্মিতা বাড়ৈ সাংবাদিকদের বলেন, ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের বিভিন্ন ধরনের নেতিবাচক কার্যকলাপের বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে অভিযোগ দায়ের করা হলেও তারা কোনও ব্যবস্থা নেননি। এ ব্যাপারে কলেজ প্রশাসনও কোনও ব্যবস্থা নিচ্ছে না। সে কারণেই বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক একচ্ছত্রভাবে নানা ধরনের অন্যায় কাজ করে যাচ্ছে।

শিক্ষার্থীদের কলেজ ক্যাম্পাস থেকে সরিয়ে হোস্টেলে ফেরানোর চেষ্টা করতে দেখা যায় হল সুপারদের। ঘটনার বিষয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের সুপার নাজমুন নাহার বলেন, তদন্ত সাপেক্ষে উভয় পক্ষের বক্তব্য নিয়ে পরে কলেজ প্রশাসন এ বিষয়ে ব্যবস্থা নেবে। এখন আর কিছু বলা সম্ভব হচ্ছে না।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত