ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ‘কুপ্রস্তাব’ অভিযোগ নারী নেত্রীর

| আপডেট :  ০২ জুলাই ২০২২, ১২:০৫  | প্রকাশিত :  ০২ জুলাই ২০২২, ১২:০৫

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সদ্য কার্যক্রম স্থগিত হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আকতার হোসেনের বিরুদ্ধে কুপ্রস্তাবের অভিযোগ করেছেন সংগঠনের যুগ্ন সাধারণ সম্পাদক ফৌজিয়া জাফরিন প্রিয়ন্তী।

প্রিয়ন্তীর অভিযোগ, দীর্ঘদিন বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করলেও কেবলমাত্র সাধারণ সম্পাদক আকতারের কুপ্রস্তাব মেনে না নেওয়ায় জবির ছাত্রী হলে তার জায়গা হয়নি।

শুক্রবার (১ জুলাই) রাতে ফেসবুক পোস্টের মাধ্যমে এই অভিযোগ করেন ফৌজিয়া জাফরিন প্রিয়ন্তী। অভিযোগের বিষয়ে জানতে এস এম আকতার হোসেনের মুঠোফোনে একাধিকবার কল করেও সাড়া পাওয়া যায়নি।

জবি ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজি ও সাধারণ সম্পাদক আকতার হোসেনের নেতৃত্বাধীন শাখা ছাত্রলীগের বর্তমান কমিটির সব কার্যক্রম স্থগিত করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। শুক্রবার দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগ নেত্রী ফৌজিয়া জাফরিন প্রিয়ন্তী বলেন, দীর্ঘ সাত বছর ধরে জবিতে ছাত্রলীগের রাজনীতি করেছি। বঙ্গবন্ধুর একজন আদর্শ সৈনিক হয়েও কেবলমাত্র আকতার হোসেনের কুপ্রস্তাব মেনে না নেওয়ায় জবির ছাত্রী হলে আমার সিট হয়নি।

কুপ্রস্তাবের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে কোনো অভিযোগ করেছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, কার কাছে অভিযোগ করবো? বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ দিয়ে কোনো প্রতিকার পাওয়া যায় না। সেজন্য আমি কোনো অভিযোগ করিনি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত