ছাত্র-শিক্ষক প্রতিনিধির সঙ্গে আলোচনায় বসবেন সেনাপ্রধান

| আপডেট :  ০৫ আগস্ট ২০২৪, ০৮:১২  | প্রকাশিত :  ০৫ আগস্ট ২০২৪, ০৮:১২


ছাত্র-শিক্ষক প্রতিনিধির সঙ্গে আলোচনায় বসবেন সেনাপ্রধান

বিবার্তা প্রতিবেদক


ছাত্র-শিক্ষক প্রতিনিধির সঙ্গে সরাসরি আলোচনায় বসবেন সেনাবাহিনীর প্রধান ওয়াকার-উজ-জামান।

৫ আগস্ট, সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সেনাবাহিনীর প্রধান ওয়াকার-উজ-জামান খুব শিগগির সব ছাত্র-শিক্ষক প্রতিনিধির সঙ্গে সরাসরি আলোচনায় বসবেন।

এর আগে, সোমবার পদত্যাগ করে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ অবস্থায় দেশের বর্তমান সংকট নিরসনে রাজনৈতিক দলের নেতাসহ বিশিষ্টজনদের সঙ্গে সেনা সদরদপ্তরে আলোচনায় বসেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান।

এরপর বিকাল পৌনে ৪টায় জাতির উদ্দেশে ভাষণ দেন তিনি। যেখান অন্তর্বর্তীকালীন সরকার গঠনের মাধ্যমে দেশ পরিচালনা করা হবে বলে জানান তিনি।

বিবার্তা/এসবি

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত