ছুটির দিনও বায়ুদূষিত ‘অস্বাস্থ্যকার’ শহর ঢাকা

| আপডেট :  ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২২  | প্রকাশিত :  ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২২


ছুটির দিনও বায়ুদূষিত ‘অস্বাস্থ্যকার’ শহর ঢাকা

রাজধানী

বিবার্তা প্রতিবেদক


বিশ্বে প্রতিদিনই বেড়ে চলছে বায়ুদূষণ। অন্যান্য দেশের সঙ্গে পাল্লা দিয়ে মেগাসিটি ঢাকার বাতাসেও বাড়ছে দূষণ। বাদ যায় না ছুটির দিনও। বুধবার (২১ ফেব্রুয়ারি) শহরটির বাতাস ‘অস্বাস্থ্যকার’ অবস্থায় রয়েছে। আর বিশ্বে দূষিত শহরের তালিকায় শীর্ষে থাকা পাকিস্তানের লাহোর বাতাসের অবস্থা আরও ভয়াবহ!

এদিন সকাল ১১টা ৫৪ মিনিটের দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী ১৬৮ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা, যা অস্বাস্থ্যকার হিসেবে বিবেচিত।

এ ছাড়া বিশ্বের দূষিত শহরের তালিকায় ২১৫ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। আর ১৯৬ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে উজবেকিস্তানের তাসখন্দ। ১৮০ স্কোর নিয়ে পরের অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। আর পঞ্চম স্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু, যার স্কোর ১৬১।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়; আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বিবার্তা/মাসুম

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত