জবির প্রক্টরিয়াল বডিতে রদবদল

| আপডেট :  ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২৩  | প্রকাশিত :  ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২৩


জবির প্রক্টরিয়াল বডিতে রদবদল

শিক্ষা

জবি প্রতিনিধি


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রক্টরিয়াল বডিতে বড় রদবদল এসেছে। পাঁচ সহকারী প্রক্টরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার পর একই দিনে ওই পদে পাঁচ শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছে।

৫ ফেব্রুয়ারি, সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামানের স্বাক্ষর করা পৃথক অফিস আদেশে এসব অব্যাহতি ও নিয়োগের তথ্য জানানো হয়।

অব্যাহতিপ্রাপ্ত সহকারী প্রক্টররা হলেন, ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মো. মহিউদ্দিন মাহি, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক কাজী ফারুক হোসেন, ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক মো. সাইদুর রহমান, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক শাহনাজ পারভীন এবং মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক কাজী নুর হোসেন।

নতুন করে সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন, লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক নুমান মাহফুজ, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক কেএম সুজাউদ্দিন, মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. কিশোর রায়, ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মনির হোসেন এবং আইন বিভাগের সহকারী অধ্যাপক মনিরা জাহান সুমি।

অফিস আদেশে বলা হয়, নতুন সহকারী প্রক্টররা পরবর্তী দুই বছর এ দায়িত্ব পালন করবেন। বিধিমোতাবেক তারা অন্যান্য ভাতা পাবেন।

বিবার্তা/এমজে

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত