জয়পুরহাটে পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় নারী এনজিও কর্মী নিহত

| আপডেট :  ২৭ জুন ২০২৪, ০১:৩৭  | প্রকাশিত :  ২৭ জুন ২০২৪, ০১:৩৭


জয়পুরহাটে পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় নারী এনজিও কর্মী নিহত

সারাদেশ

জয়পুরহাট প্রতিনিধি


জয়পুরহাটে পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় জুথি (২২) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন।

২৭ জুন, বৃহস্পতিবার সকালে সদর উপজেলার ময়েজ মেমোরিয়াল ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুথি জয়পুরহাট সদরের ঈশ্বরপুর গ্রামের এমদাদুল হকের মেয়ে। জুথি টিএমএসএস এনজিও সংস্থায় চাকরি করতেন ও মোটরসাইকেলে চলাচল করতেন। এ ঘটনায় মরিয়ম নামে আরেক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। তাকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

দুর্ঘটনার বিষয়টি জয়পুরহাট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিলন তৌহান নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জুথি ও মরিয়ম মোটরসাইকেলযোগে জয়পুরহাটের দিকে আসছিলেন। বিপরীত দিক থেকে একটি পাথর বোঝাই ট্রাক যাচ্ছিল। ট্রাকটি দোগাছী ইউনিয়নের ময়েজ উদ্দিন মেমোরিয়াল ডিগ্রি কলেজের সামনে এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে ধাক্কা লাগে। এতে জুথি ঘটনাস্থলেই নিহত হন। আর মোটরসাইকেলের আরোহী মরিয়ম গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এইআই আরও বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে গেছে। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিবার্তা/জবা

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত