জয়ের দ্বারপ্রান্তে এসে বৃষ্টির বাঁধা, ইতিহাস গড়তে দরকার ১৪৩ রান

| আপডেট :  ০২ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৯  | প্রকাশিত :  ০২ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৯


জয়ের দ্বারপ্রান্তে এসে বৃষ্টির বাঁধা, ইতিহাস গড়তে দরকার ১৪৩ রান

খেলা

স্পোর্টস ডেস্ক


রাওয়ালপিন্ডি সিরিজের ২য় টেস্টে পাকিস্তানের দেয়া ১৮৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৭ ওভারে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৪২ রান। ৩১ রান নিয়ে উইকেটে আছেন জাকির হাসান। অপর অপরাজিত ব্যাটার সাদমান ইসলামের সংগ্রহ ৯ রান। জিততে হলে বাংলাদেশের আরো প্রয়োজন ১৪৩ রান। হাতে আছে ১০ উইকেট।

এদিন তৃতীয় সেশনের খেলা শুরু হলেও এক ওভারের বেশি স্থায়ী হয়নি। আকাশে মেঘ থাকায় আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধ হয়। এরপর রাওয়ালপিন্ডিতে নেমেছে ঝুম বৃষ্টি। ফলে চতুর্থ দিনের খেলা সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

এদিকে ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, গতকালও রাওয়ালপিন্ডিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, খেলা শুরুর সময় তথা স্থানীয় সময় সকাল ১০টায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। এরপর কিছু সময় বজ্রঝড়ের সম্ভাবনাও আছে। এ ছাড়া বৃষ্টির মাঝে রোদের ঝলকানিও দেখা যেতে পারে। অবশ্য কিছু সময়ের জন্য বৃষ্টি বন্ধ থাকলেই জয়ের নোঙরে পা ফেলতে পারে বাংলাদেশ। এই মুহূর্তে বাংলাদেশের সমর্থকদেরও আশা তেমনটাই। পাকিস্তানকে ২-০ ব্যবধানে সিরিজ হারিয়ে ইতিহাস গড়তে আগামীকাল (মঙ্গলবার) পঞ্চম দিনে বাংলাদেশের দরকার আর ১৪৩ রান।

এর আগে রাওয়ালপিন্ডিতে বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন টাইগার পেসাররা। বাংলাদেশের টেস্ট ইতিহাসে এবারই প্রথম সবগুলো উইকেটই নিয়েছেন পেসাররা। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৫ উইকেট নিয়েছেন হাসান মাহমুদ, ক্যারিয়ারে এবারই প্রথম ৫ উইকেটের দেখা পেয়েছেন তিনি, তরুণ পেসার নাহিদ রানা নিয়েছেন ১ উইকেট। অপর উইকেটটি নিয়েছেন তাসকিন আহমেদ।  

বিবার্তা/এমজে

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত