জলবায়ু সহিষ্ণু সমাজের জন্য নারীর ভূমিকা শীর্ষক আলোচনা সভা

| আপডেট :  ৩০ এপ্রিল ২০২৪, ০৩:৪৮  | প্রকাশিত :  ৩০ এপ্রিল ২০২৪, ০৩:৪৮


জলবায়ু সহিষ্ণু সমাজের জন্য নারীর ভূমিকা শীর্ষক আলোচনা সভা

সারাদেশ

জামালপুর প্রতিনিধি


জামালপুরে জলবায়ু সহিষ্ণু সমাজের জন্য নারী (ফেইজ-২) প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৩০ এপ্রিল, মঙ্গলবার সকালে জেলার ইসলামপুর উপজেলা পরিষদ হলরুমে জামালপুর তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার সভাপতি মনোয়ারা খানমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলাম।

এছাড়াও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা.এ এম. আবু তাহের, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, বেলগাছা ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক, তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শামিমা খামম, মানুষের জন্য ফাউন্ডেশনের এম্পাওয়ার প্রজেক্টের প্রোগ্রাম ম্যানেজার নাসরিন আহম্মেদ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তাসহ এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় লিঙ্গ ভিত্তিক সহিংসতা, এলাকা ভিত্তিক জলবায়ু পরিবর্তনের ফলাফল, সমস্যা চিহ্নিতকরণ এবং সমস্যা মোকাবেলায় সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের করণীয় ও প্রকল্প পরিচিতি বিষয়ে বিস্তর আলোচনা করা হয়।

বিবার্তা/ওসমান/সউদ

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত