জাতিসংঘের কর্মকর্তার সঙ্গে বিএনপির দেড়ঘণ্টার বৈঠকের যা জানা গেল

| আপডেট :  ১৩ জুলাই ২০২২, ০৭:০৯  | প্রকাশিত :  ১৩ জুলাই ২০২২, ০৭:০৯

বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে গিয়ে তিন বিএনপি নেতার সঙ্গে বৈঠক করেছেন ঢাকাস্থ জাতিসংঘের আবাসিক সমন্বয়ক জিন লুইস। মঙ্গলবার (১২ জুলাই) দুপুর ২টা থেকে প্রায় দেড়ঘণ্টার এই বৈঠক নিয়ে অংশ নেওয়া বিএনপির নেতারা কোনও মন্তব্য করতে রাজি হননি।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং ও দলের মিডিয়া কমিটির সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। এছাড়া আবাসিক সমন্বয়ক জিন লুইসের সঙ্গে ছিলেন রেবেকা ভিকে।

দেড়ঘণ্টার এই বৈঠক নিয়ে অংশ নেওয়া বিএনপি নেতারা কোনও মন্তব্য রাজি হননি। দলের সূত্রগুলো বলছে, জিন লুইস রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রথমেই বিএনপির সঙ্গে কথা বললেন। এরপর তিনি অন্যান্য নেতাদের সঙ্গেও কথা বলতে পারেন। মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও তার বৈঠক হওয়ার কথা রয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত