জাবির ইন্টারন্যাশনালে ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত বেড়ে ১৮

| আপডেট :  ০৬ আগস্ট ২০২৪, ০২:৩২  | প্রকাশিত :  ০৬ আগস্ট ২০২৪, ০২:৩২


জাবির ইন্টারন্যাশনালে ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত বেড়ে ১৮

যশোর প্রতিনিধি


যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারের মালিকানাধীন পাঁচ তারকা হোটেল জাবির ইন্টারন্যাশনালে ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে।

সোমবার (৫ আগস্ট) বিকেল ৪টার দিকে শহরের চিত্রার মোড়ে অবস্থিত ১৪তলা ওই হোটেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

যশোর ফায়ার সার্ভিসের নির্বাহী পরিচালক কেএম মামুন জানান, জাবির হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় রাত ১১টা পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ জনে।

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. প্রার্থ প্রতীম চক্রবর্তী জানান, আগুনের ঘটনায় দেড়শর বেশি রোগী হাসপাতালে ভর্তি রয়েছে।

বিবার্তা/এসবি

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত