জামালপুরে সরিষার বাম্পার ফলন

| আপডেট :  ১৩ জানুয়ারি ২০২৪, ১০:৫৮  | প্রকাশিত :  ১৩ জানুয়ারি ২০২৪, ১০:৫৮


জামালপুরে সরিষার বাম্পার ফলন

সারাদেশ

জামালপুর প্রতিনিধি


জামালপুর জেলার বিস্তীর্ণ মাঠজুড়ে সরিষা ভালো ফলন হওয়ায় কৃষকের মাঠের পর মাঠ দৃষ্টিনন্দন হলুদ রঙের ফুল দুল খাচ্ছে।

জানা গেছে, চলতি বছর জামালপুর জেলায় ৪১ হাজার ১৬৫ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। জেলার সরিষাবাড়ি, মেলান্দহ, মাদারগঞ্জ, ইসলামপুর ও বকশীগঞ্জ উপজেলার বিস্তীর্ণ মাঠজুড়ে সরিষা ভালো ফলন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার মাঠের পর মাঠ সরিষার দৃষ্টিনন্দন হলুদ রঙের ফুল দুল খাচ্ছে।

ভোজ্য তেলের  দাম বৃদ্ধির  কারণে কৃষকরা এই তেল জাতীয় ফসল সরিষা চাষ ও উৎপাদনেও আগ্রহ বেড়েছে। সরিষা ভালো দানা পেতে কৃষকরা ভিটামিন জাতীয় স্প্রে ছিটিয়ে পরিচর্যা করছে ফসলের।

আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলন ও লাভের কথা ভাবছেন চরগোয়ালীনি ও চরপুটিমারী এলাকার রুবেল মিয়া, নাহিদ ও মামুনসহ অনেক কৃষকরা।

এ ব্যাপারে জামালপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ জাকিয়া সুলতানা জানান, আবহাওয়া ভাল থাকলে সরিষার এবার বাম্পার ফলন হবে। ভোজ্য তেলের চাহিদা পূরণের সরিষা উৎপাদনে বৃদ্ধির জন্য কৃষকদের পরামর্শ ও সহযোগিতা করছে কৃষি বিভাগ। আবহাওয়া ভালো থাকলে এই লক্ষ্যমাত্রা অর্জন হবে বলে আশা করছেন কৃষি বিভাগ।

বিবার্তা/ওসমান/সউদ

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত