জার্মানি কিংবদন্তি ফুটবলার বেকেনবাওয়ার আর নেই

| আপডেট :  ০৯ জানুয়ারি ২০২৪, ০৩:০৯  | প্রকাশিত :  ০৯ জানুয়ারি ২০২৪, ০৩:০৯


জার্মানি কিংবদন্তি ফুটবলার বেকেনবাওয়ার আর নেই

খেলা

স্পোর্টস ডেস্ক


জার্মানির হয়ে দুটি বিশ্বকাপ জেতা অধিনায়ক ও কোচ কিংবদন্তি ফ্রাঞ্জ ফুটবলার বেকেনবাওয়ার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

সোমবার তার পরিবারে পক্ষ থেকে এক বিবৃতিতে বেকেনবাওয়ারের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

পরিবারের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, খুব দুঃখের সঙ্গে আমরা ঘোষণা করছি, বাবা ও স্বামী ফ্রাঞ্জ বেকেনবাওয়ার ঘুমের মধ্যে শান্তিপূর্ণভাবে মারা গেছেন। এ সময় পরিবার তার পাশে ছিল।

বিশ্ব ফুটবলে যে তিনজন ফুটবলার একইসঙ্গে খেলোয়াড় ও কোচ হিসেবে বিশ্বকাপ জিতেছেন, বেকেনবাওয়ার তাদের একজন। পশ্চিম জার্মানির হয়ে ১৯৭৪ সালে অধিনায়ক হিসেবে বিশ্বকাপ শিরোপা জেতেন বেকেনবাওয়ার। এরপর ১৯৯০ সালে কোচ হিসেবে বিশ্বকাপ শিরোপা ঘরে তোলেন তিনি।

জাতীয় দলের পাশাপাশি ক্লাব পর্যায়েও অসামান্য সফলতা আছে তার। সত্তরের দশকে বায়ার্ন মিউনিখের হয়ে হ্যাটট্রিক (১৯৭৩-৭৪, ১৯৭৪-৭৫ ও ১৯৭৫-৭৬ মৌসুম) ইউরোপিয়ান কাপও (বর্তমানে চ্যাম্পিয়ন্স লিগ) জিতেছেন বেকেনবাওয়ার।

মিডফিল্ডার হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন বেকেনবাওয়ার। পরে ডিফেন্ডার রূপে খেলে খ্যাতির শীর্ষে আরোহণ করেন। রক্ষণ সামলানোর পাশাপাশি আক্রমণেও তিনি অবদান রাখতেন। ডিফেন্ডার হয়েও দুবার ব্যালন ডি’অর শিরোপা জিতেছেন তিনি।

বিবার্তা/মাসুম

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত