জাসদ সভাপতি ও সাধারণ সম্পাদকের বাংলা নববর্ষের শুভেচ্ছা

| আপডেট :  ১৪ এপ্রিল ২০২৪, ০৮:৩০  | প্রকাশিত :  ১৪ এপ্রিল ২০২৪, ০৮:৩০


জাসদ সভাপতি ও সাধারণ সম্পাদকের বাংলা নববর্ষের শুভেচ্ছা

বিবার্তা প্রতিবেদক


জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার আজ ১৩ এপ্রিল  ২০২৪, বাংলা নতুন বছর ১৪৩১ বঙ্গাব্দকে স্বাগত জানিয়ে বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে বাংলাদেশসহ বিশ্বের সকল বাঙালি এবং বাংলাদেশের পাহাড় ও সমতলের আদিবাসীদের শুভেচ্ছা জানিয়েছেন। তারা বলেন, বাংলা নববর্ষ, পহেলা বৈশাখ, চৈত্র সংক্রান্তি,  বৈশাখ-সাংগ্রাই-বিজু বাংলাদেশের বাঙালি ও আদিবাসীদের সর্বজনীন উৎসব।

বাংলা নববর্ষকেন্দ্রিক সকল উৎসব সকল ধরনের ভেদ-বিভেদ-অসমতা-বৈষম্যের বিপরীতে অমিত ভালোবাসা ও সাম্যের স্ফূরণ।

জাসদ নেতৃদ্বয়, ধরিত্রী মাতার প্রাণ ও প্রকৃতির প্রতি মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা থেকে উৎসারিত সকল সর্বজনীন উৎসবের চেতনা ধারণ করে মানুষ আর সকল প্রাণ ও প্রকৃতিকে ভালোবাসার চর্চা অব্যাহত রাখার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

হাসানুল হক ইনু ও শিরীন আখতার বলেন, সত্য, সুন্দর, শুভ ও সাম্যের ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে অতীতের সকল অপরাধ, স্খলন ও বিকৃতি থেকে বাংলাদেশকে মুক্ত করাই হবে নববর্ষের প্রত্যয়। তারা ধর্মের নামে বৈষম্য সৃষ্টিকারী তেঁতুলতত্ত্ব, সকল ধরনের সাম্প্রদায়িক সংষ্কৃতি, রাষ্ট্র ও সমাজে বিদ্যমান সকল ধরনের পশ্চাৎপদতা, বিকৃতি, বিচ্যুতি, বিভ্রান্তি, বৈষম্য, অন্যায়, অনাচার, অবিচার মোকাবেলা করে নতুন প্রজন্মের সুস্থ-সাবলিল মানস গঠনে স্বচ্ছ ও বলিষ্ঠ অবস্থান গ্রহণে শুভবুদ্ধি সম্পন্ন সকল ব্যক্তি-মহল-গোষ্ঠী-দলের প্রতি আহ্বান জানান।

বিবার্তা/এসবি

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত