জিম্মিদের ফিরিয়ে নিতে যুদ্ধ পুরোপুরি বন্ধের শর্ত হামাসের

| আপডেট :  ২৬ এপ্রিল ২০২৪, ০৪:০২  | প্রকাশিত :  ২৬ এপ্রিল ২০২৪, ০৪:০২


জিম্মিদের ফিরিয়ে নিতে যুদ্ধ পুরোপুরি বন্ধের শর্ত হামাসের

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক


ইসরায়েল যদি তাদের কোনো জিম্মিকে ফিরিয়ে নিতে চায় তাহলে যুদ্ধ পুরোপুরি বন্ধ করতে হবে বলে শর্ত দিয়েছে  ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এক্ষেত্রে অন্য কোনো শর্ত মানা হবে না বা যুক্তরাষ্ট্রের চাপেও কোনো কাজ হবে না।

এ বিষয়ে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্সকে হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা সামি আবু জুহরি বলেছেন, আমাদের কাছে যুক্তরাষ্ট্রের চাপের কোনো মূল্য নেই।

এর আগে বুধবার (২৪ এপ্রিল) হামাস হার্স গোল্ডবার্গ-পোলিন নামের এক ইসরায়েলি-আমেরিকান জিম্মির ভিডিও প্রকাশ করে। এরপর জিম্মিদের ছেড়ে দিতে হামাসের ওপর চাপ দেওয়া শুরু করে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার ১৮টি দেশের সঙ্গে একটি যৌথ বিবৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেনের বিবৃতির পরই যুক্তরাষ্ট্রের চাপের কোনো মূল্য তাদের কাছে নেই বলে জানিয়েছে হামাস।

আমেরিকান-ইসরায়েলি জিম্মির ভিডিও প্রকাশ করা হয় তখন থেকেই ফের জিম্মিদের মুক্তির বিষয়টি আলোচনায় আসে।

১৮টি দেশ যৌথ বিবৃতিতে জানিয়েছে, আমাদের লোকেদের বাড়িতে ফিরিয়ে আনার জন্য চলমান যুদ্ধবিরতি নিয়ে যে মধ্যস্থতা চলছে আমরা তা দৃঢ়ভাবে সমর্থন করি। আমরা জিম্মিদের মুক্তি দেওয়ার জন্য হামাসের প্রতি আহ্বান পুনর্ব্যক্ত করছি এবং আমরা আহ্বান করছি এই সংকটের দ্রুত অবসান হোক যাতে সম্মিলিতভাবে আমরা এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারি।
 
এদিকে বাইডেন প্রশাসনের একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন যে এর আগে একই দাবিতে চুক্তিতে পৌঁছাতে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছিল যা ব্যর্থ হয়েছে।
 
তবে ওই কর্মকর্তা এও বলেন যে, এবারের বিবৃতিটি আলাদা। কারণ এটি বিশ্বজুড়ে অনেক নেতৃবৃন্দের ঐক্যমতের অসাধারণ প্রতিফলন।
 
বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলো হলো আর্জেন্টিনা, অস্ট্রিয়া, ব্রাজিল, বুলগেরিয়া, কানাডা, কলম্বিয়া, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, সার্বিয়া, স্পেন, থাইল্যান্ড, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।

প্রসঙ্গত, ৭ অক্টোবর যুদ্ধ শুরুর দিন ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালিয়ে ২৫০ জনকে গাজায় ধরে নিয়ে আসে হামাস। এরমধ্যে ১০৫ জনকে গত বছরের নভেম্বরের শেষ সপ্তাহের দিকে হওয়া এক সপ্তাহের যুদ্ধবিরতির সময় ছেড়ে দেয় তারা।

বিবার্তা/লিমন

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত